বাবার ওপর অভিমান করে মাদরাসাছাত্রীর আত্মহত্যা

প্রথম পাতা » চট্টগ্রাম » বাবার ওপর অভিমান করে মাদরাসাছাত্রীর আত্মহত্যা
সোমবার, ২১ নভেম্বর ২০২২



বাবার ওপর অভিমান করে মাদরাসাছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের রফিক উদ্দিনের মেয়ে মোছাম্মৎ জুবাইদা বেগম (১৭)। তিনি স্থানীয় সিরাজুল দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, রোববার সকালে জুবাইদা তার বাবার কাছে মাসিক বেতন চেয়ে মাদরাসায় যায়। পরে মাদরাসা থেকে ফিরে এসে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের দরজা বন্ধ করে, নিজের রুমে বিষ পান করে। এরপর বিষের যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। এ সময় চিৎকার শুনে তার মা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, সোমবার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবার ওপর অভিমান করে সে আত্মহত্যা করে।

বাংলাদেশ সময়: ৯:৩৫:১৭   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে
গুলি করে রোহিঙ্গা নেতাকে হত্যা
কক্সবাজারে আওয়ামী লীগের সম্মেলন শুরু
বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে
২০২৪ সালের জানুয়ারির ১লা সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ