আফ্রিকার অদম্য সিংহখ্যাত ক্যামেরুন আফ্রিকান দেশগুলোর মধ্যে বিশ্বকাপের সবচেয়ে বেশি আসরে প্রতিনিধিত্বকারী। কাতারে অষ্টমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া দলটি ১৯৯০ বিশ্বকাপে খেলেছিল কোয়ার্টার ফাইনালে। ঘানা বা সেনেগালের মতো তারকাবহুল দল না হলেও বিশ্বকাপে চমক দেখাতে চায় রজার মিলার উত্তরসূরিরা
জি গ্রুপে ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার মতো দল থাকায় ক্যামেরুনের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথটা খুব একটা সহজ নয়। তারপরও অতীতের সাফল্য ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই কাতারে যাচ্ছে ভিনসেন্ট আবুবাকার-তোকো একাম্বিরা।
একনজরে ক্যামেরুন ফুটবল দল:
ডাকনাম: অদম্য সিংহ
বিশ্বকাপে অংশগ্রহণ: ৮ বার (১৯৮২, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০১০, ২০১৪, ২০২২)
সেরা সাফল্য: কোয়ার্টার ফাইনাল (১৯৯০)
বর্তমান র্যাঙ্কিং: ৪৩
কোচ: রিগোবার্ট সং
অধিনায়ক: ভিনসেন্ট আবুবাকার
বিশ্বকাপের গ্রুপ: জি (প্রতিপক্ষ: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড)
কোচের পরিকল্পনা ও কৌশল: আফ্রিকান কাপ অব নেশন্সের সেমিফাইনাল থেকে ক্যামেরুনের বিদায় ও লাগাতার বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ বাছাইয়ে আলজেরিয়ার বিপক্ষে প্লে-অফ ম্যাচের মাত্র এক মাস আগে পর্তুগিজ কোচ টনি কনসিয়াসাওকে সরিয়ে কোচের দায়িত্ব দেয়া হয় দেশটির কিংবদন্তি ফুটবলার রিগোবার্ট সংকে।
দেশটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা সংয়ের অনুপ্রেরণাদায়ী কোচিংয়ে শক্তিশালী আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় ক্যামেরুন। চারটি বিশ্বকাপে দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা সং নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা নিংড়ে দিয়েছেন কোচিংয়ে। বিশ্বকাপে তার অধীন ভালো করতে মুখিয়ে আছে অদম্য সিংহরা।
মূল খেলোয়াড়
ভিনসেন্ট আবুবাকার: কাতারে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্যামেরুনের অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার। সৌদি প্র-লিগের দল আল নাসেরের এই স্ট্রাইকার এর আগে খেলেছেন বেসিকতাস ও পোর্তোর মতো ক্লাবে।
জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচে ৩৭ গোল করেছেন এই স্ট্রাইকার। শক্তিমত্তা ও উচ্চতা কাজে লাগিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখতে বেশ পটু এই ৩০ বছর বয়সী তারকা।
এরিক ম্যাক্সিম চুপো-মোটিং: ৩৩ বছর বয়সী এরিক ম্যাক্সিম চুপো-মোটিং ক্যামেরুনের প্রধান স্ট্রাইকার হিসেবে কাতারে থাকছেন। স্ট্রাইকার হলেও খেলতে পারেন উইংয়েও। দারুণ পরিশ্রমী চুপো-মোটিং ভালো ড্রিবলিংও পারেন। প্যারিস সেন্ট জার্মেইয়ের সাবেক তারকা ২০২০ সাল থেকে খেলছেন বায়ার্ন মিউনিখের হয়ে। রবার্ট লেভানদোভস্কির বিদায়ের পর নিয়মিতই ব্যাভেরিয়ান দলটির একাদশে জায়গা পাচ্ছেন তিনি। প্রতিদানও অবশ্য দিচ্ছেন। এ মৌসুমে বায়ার্নের জার্সিতে ১৬ ম্যাচে করেছেন ১১ গোল।
কার্ল তোকো একাম্বি: লিগ ওয়ানের দল লিঁওর স্ট্রাইকার তোকো একাম্বি বিশ্বকাপে দেখাতে পারেন চমক। দলটির হয়ে দারুণ ফর্মে আছেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার। আবুবাকার-একাম্বি জুটি জ্বলে উঠলে প্রতিপক্ষ দলের জন্য হতে পারে চিন্তার কারণ।
চোখ থাকবে যার দিকে:
আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা: সিরি ‘আর ক্লাব নাপলির এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই বিবেচিত হচ্ছেন। চলতি মৌসুমে সিরি’আয় নেপলসের ক্লাবটির দারুণ পারফরম্যান্সের পেছনে বেশ বড় অবদান তার। ১৩ ম্যাচে করেছেন ২ গোল ও ৩ অ্যাসিস্ট। মার্শেইয়ের হয়ে ক্যারিয়ার শুরু করার পর ফুলহ্যাম ও ভিয়ারিয়ালের হয়ে খেলার পর গত মৌসুমে ধারে নাপলিতে খেলতে আসেন তিনি। এই মৌসুমে এই ২৭ বছর বয়সীকে স্থায়ীভাবে দলে ভেড়ায় ক্লাবটি।
ইতিহাস: ১৯৮২ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে গ্রুপপর্ব থেকেই বিদায় নিলেও চমক দেখায় ইতালির সঙ্গে ড্র করে।
পরের বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া ক্যামেরুন ১৯৯০ বিশ্বকাপে ফিরেই হইচই ফেলে দেয়। নিজেদের প্রথম ম্যাচেই তারা হারিয়ে দেয় আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। পরের ম্যাচে রোমানিয়াক হারিয়ে দেয় তারা। রোমানিয়ার বিপক্ষে জোড়া গোল করা রজার মিলা রাতারাতি তারকায় পরিণত হন। গ্রুপপর্বের শেষ ম্যাচে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ৪-০ গোলে হারলেও প্রথমবারের মতো নকআউট পর্বে খেলা নিশ্চিত হয় তাদের।
রাউন্ড অব সিক্সটিনে ফের জোড়া গোল করেন মিলা। তার জোড়া গোলে কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আফ্রিকার অদম্য সিংহরা। তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে তারা হেরে যায়।
এরপর আরও চারটি বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপপর্বের বাধা পেরোতে পারেনি ক্যামেরুন।
বাংলাদেশ সময়: ৭:৫১:১৭ ৩১১ বার পঠিত