প্রথম পাতা » ছবি গ্যালারী »
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২



---

পাবনা, ১৮ নভেম্বর ২০২২ : খেলাধুলার সাথে জড়িয়ে আছে শান্তি ও সম্প্রীতি। সম্প্রীতির এই বাহনকে সারাদেশে ছড়িয়ে দিতে চান জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলা চালু থাকলে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে যুব সমাজ সুস্থ্য ও স্বাভাবিক ও মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে। দেশে থেকে মাদক, ধুমপান, সন্ত্রাস ও অপরাজনীতি করা লোকের সংখ্যা কমে যাবে।

আজ (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু মোস্তাক স্মৃতি সংঘ বরাট আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, যুব সমাজ খেলাধুলায় ব্যস্ত থাকলে মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে সমাজ। অন্তত খেলাধুলার সময়টুকুতে হলেও খেলোয়াড় ও দর্শক ধুমপান ও মাদক সেবন থেকে বিরত থাকবে। হাডুডুসহ অনেক দেশীয় খেলা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে, সেই সকল খেলাকে আবার ফিরিয়ে আনতে হবে। যুব সমাজকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে খেলাধুলায়ও মনযোগী করতে হবে। এর মাধ্যমে সবার মাঝে সুস্থ্য প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে ও ভ্রাতৃত্ববোধ তৈরি হবে।

মোঃ শামসুল হক টুকু বলেন, তরুণ সমাজ দেশীয় সংস্কৃতি রক্ষায় অবদান রাখতে চায় আমাদের দায়িত্ব হলো তাঁদের জন্য যথাযথ সুযোগ তৈরি করা। বেড়ার শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সেখানে হাজার হাজার দর্শক টিকেট কেটে খেলা উপভোগ করছে। একই সাথে দেশীয় ফুটবলাররা মাঠে খেলার সুযোগ পাচ্ছে এবং এরা এক সময় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং জয়লাভ করবে।
মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনালে ডিভাইন ডায়াগনস্টিক একাদশ খানপুরা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কাশিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৫২   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ