আর্জেন্টিনাকে ভড়কে দিতে চায় মেক্সিকো

প্রথম পাতা » আন্তর্জাতিক » আর্জেন্টিনাকে ভড়কে দিতে চায় মেক্সিকো
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২



আর্জেন্টিনাকে ভড়কে দিতে চায় মেক্সিকো

দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে নিয়মিতই দেখা যায় মেক্সিকোকে। কাতার বিশ্বকাপেও অভিজ্ঞ দল নিয়ে যাচ্ছে উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের দলটি। বিশ্বকাপের গত সাত আসরে প্রতিবার রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়েছে এল ট্রাই। কাতারে তারা ভাঙতে চায় দ্বিতীয় পর্বের বাধা। গ্রুপপর্বের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে ভড়কে দিতে চায় তারা।

একনজরে মেক্সিকো ফুটবল দল

ডাকনাম: এল ট্রাই
বিশ্বকাপে অংশগ্রহণ: ১৭বার (১৯৩০, ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮)
সেরা সাফল্য: কোয়ার্টার ফাইনাল (১৯৭০, ১৯৮৬)
বর্তমান র‍্যাঙ্কিং: ০৯
কোচ: টাটা মার্টিনো
অধিনায়ক: আন্দ্রেস গুয়ার্দাদো
বিশ্বকাপের গ্রুপ: সি (প্রতিপক্ষ: আর্জেন্টিনা, সৌদি আরব, পোল্যান্ড)

কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে দ্বিতীয় হয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো। বাছাই পর্বে এ অঞ্চলে তাদের ওপরে ছিল শুধু কানাডা। এ নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এল ট্রাইরা।

মেক্সিকো বিশ্বকাপে যাচ্ছে অভিজ্ঞ দল নিয়ে। গোলবারের নিচে বরাবরের মতোই থাকছেন গুইলের্মো ওচোয়া। গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে বরাবরই তিনি নিজের সেরাটা দিয়ে আসছেন। দলের অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদো এবার পঞ্চমবারের মতো খেলছেন বিশ্বকাপের আসরে। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পাশাপাশি এ বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার রিয়াল বেতিসের ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার। মেক্সিকো দলে আছেন হার্ভিং লোজানোর মতো দুর্দান্ত উইঙ্গার। তবে রাউল গিমিনেজ ও জেসুস মানুয়েল সময়মতো ইনজুরি থেকে সেরে উঠতে না পারলে তা মেক্সিকোকে দুর্বল করে দেবে অনেকটাই।

কোচের পরিকল্পনা
বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক কোচ জেরার্দো টাটা মার্টিনো ২০১৯ সালে মেক্সিকোর কোচের পদে বসেন। অভিজ্ঞ এই কোচ দলকে হাই প্রেসিং ও আক্রমণাত্মক ফুটবল খেলিয়ে থাকেন। বার্সেলোনার কোচ থাকাকালীন তিনি নিজের ফুটবল ট্যাকটিকসের সঙ্গে টিকিটাকার সংমিশ্রণ ঘটান। তার দলের প্রধান বৈশিষ্ট্য হলো, আক্রমণাত্মক মানসিকতা ও সৃজনশীলতা। দ্রুত পাসিং ফুটবল খেলে প্রতিপক্ষের অর্ধে ক্রমাগত প্রেস করে যাওয়াটা তার দলের বৈশিষ্ট্য।

তবে মেক্সিকোর বর্তমান ফর্ম তার জন্য চিন্তার বিষয়। সবশেষ ৫ ম্যাচের মাত্র ২টিতে জয় পেয়েছে এল ট্রাইরা। পেরু ও দুর্বল সুরিনামকে হারালেও প্যারাগুয়ে ও কলম্বিয়ার কাছে হেরে গেছে তারা। আরেক ম্যাচে ড্র করেছে জ্যামাইকার বিপক্ষে।

যার দিকে তাকিয়ে
গুইলের্মো ওচোয়া: ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নেইমারের একটি দুর্দান্ত হেড সেভ করেন ওচোয়া। সেই সেভটিকে অনেকেই ৭০ বিশ্বকাপে পেলের একটি শট সেভের সঙ্গে তুলনা করে থাকেন। বিশ্বকাপে এমন অবিস্মরণীয় পারফরম্যান্স বেশ কয়েকবার দেখিয়েছেন ক্লাব আমেরিকার এই গোলরক্ষক। কাতারে ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক। বয়স বাড়লেও গোলবারের নিচে এখনও মেক্সিকোর বড় ভরসা তিনি।

প্রিমিয়ার লিগের দল উলভারহ্যাম্পটনের উইঙ্গার রাউল গিমিনেজ হতে পারেন বিশ্বকাপে মেক্সিকোর অন্যতম ভরসা। তবে ৩১ বছর বয়সী তারকার বিশ্বকাপ খেলাটাই এখনও নিশ্চিত নয়। গ্রোয়েনের বাজে ধরনের ইনজুরিতে ভুগছেন তিনি। কাতার বিশ্বকাপের আগে ফিট হওয়ার সম্ভাবনা থাকলে তবেই তাকে ২৬ সদস্যের দলে রাখবেন কোচ টাটা মার্টিনো।

ইতিহাস
ইতিহাসের প্রথম বিশ্বকাপেই অংশগ্রহণ করেছিল মেক্সিকো। তবে ১৩ গোল খেয়ে গ্রুপপর্ব থেকেই সেবার বিদায় নিয়েছিল এল ট্রাইরা। মাঝখানে দুই বিশ্বকাপে অনুপস্থিতির পর ১৯৫০ সালে ফের বিশ্বকাপের মঞ্চে ফিরে আসে তারা। ১৯৭০ বিশ্বকাপের আগে অবশ্য কখনোই গ্রুপপর্বের বাধা পেরোতে পারেনি মেক্সিকো। সেবার নিজ দেশে গ্রুপপর্বের বাধা পেরিয়ে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল খেলে এল ট্রাইরা।

মেক্সিকো বিশ্বকাপে ছিল না আরও তিন আসরে। ১৯৭৪ ও ১৯৮২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় মেক্সিকো। আর ১৯৯০ সালে নিষেধাজ্ঞার খড়গে কাটা পড়ে বিশ্বকাপ মিস করে তারা।

বাংলাদেশ সময়: ৯:৪৮:১৬   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ