শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২



---

কুড়িগ্রামে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকায় এবার সবজির আবাদ অনেক ভালো হয়েছে। এছাড়া বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে সার ও কীটনাশকের সহজলভ্যতা থাকলে আরও লাভবান হওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন কৃষকরা। সরেজমিনে দেখা গেছে, সেপ্টেম্বর মাস থেকে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে শীতকালীন সবজি চাষ। অনুকূল আবহাওয়ায় মাঠজুড়ে শোভা পাচ্ছে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলা ও বিভিন্ন প্রকার শাকসবজি। নিড়ানি, কীটনাশক প্রয়োগ ও সেচ প্রদানে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবার কোথাও কোথাও আগাম সবজি বিক্রি করছে অনেক চাষি।
রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, সার ও কীটনাশকের দাম একটু বেশি হওয়ায় কপি চাষে বর্তমানে এক একর জমিতে খরচ হবে প্রায় ১ লাখ টাকা। তারপরও বর্তমান যে বাজার রয়েছে এরকম থাকলে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিম চাষি মাহাবুব রহমান বলেন, গত বছর ১ বিঘা জমিতে শিম চাষ করে ভালোই লাভবান হয়েছি। সেই আশায় এবারও এক বিঘা জমিতে শিম চাষ করছি। এবার ভাইরাসের কারণে পাতা পেকে যাচ্ছে। কীটনাশক দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি যে হবে বুঝতে পারছি না।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় এ বছর শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ২শ ৫০ হেক্টর। ইতোমধ্যে ২ হাজার ৬শ ৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। যেহেতু অনুকূল আবহাওয়া রয়েছে আশা করা যায় পর্যাপ্ত ফলন হবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে। বর্তমানে সারের মজুদও রয়েছে। এ ব্যাপারে কৃষকদের হতাশ হবার কোনো কারণ নেই।

বাংলাদেশ সময়: ১৬:৩০:১৫   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ