বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা নয়, জার্মানিকে চায় ব্রাজিল

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা নয়, জার্মানিকে চায় ব্রাজিল
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২



---

৭-১ গোলের সেই লজ্জার হার নিশ্চয়ই এখনও ভুলতে পারেননি ব্রাজিলের সমর্থকরা। নিজেদের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের এমন লজ্জায় ডুবিয়েছিল জার্মানি। চলতি বছরের শেষদিকে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর।

এই টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশি করে জার্মানিকে চান ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসন। টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এভারটনের এই ফুটবলার বলেছেন, ২০১৪ বিশ্বকাপের ওই হার এখনও পোড়ায় তাকে।

তিনি বলেছেন, ‘আমি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশি করে জার্মানিকে চাই। আমরা এটাও জানি আর্জেন্টিনার ফুটবল কেমন, তারা প্রতারণা করে। যখন তারা ম্যাচে এগিয়ে থাকে, তখন তারা কেমন কাজ করে, আমরা জানি। বিশ্বকাপ ফাইনালে আমার পছন্দ জার্মানি। কে জানে, আমরা তাদের হারিয়ে দেবো।’

গত বছর অলিম্পিকে ছেলেদের ফুটবলের সোনা নিজেদের করে নিয়েছে ব্রাজিল। এই টুর্নামেন্টে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিচার্লিসন। ম্যাচটি খেলতে মরিয়া ছিলেন, তিনি জানিয়েছেন এমন। বলেছেন, সমর্থক হিসেবে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল কষ্ট দিয়েছে তাকে।

তিনি বলেছেন, ‘জার্ডিন (ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের কোচ) আমাকে জার্মানির বিপক্ষে ম্যাচ থেকে বাদ দিয়েছিল। আমি তাকে বললাম, তুমি আমাকে কেন বাদ দিচ্ছো? আমি ওই ৭-১ গোলের শোধ নিতে চাই। আমি কোপা আমেরিকার বিপক্ষে তাদের বিপক্ষে খেলার ব্যাপারে ভাবছিলাম।’

‘আমরা পছন্দ করি অথবা না করি। তারা আমাদের কষ্ট দিয়েছে। একজন সমর্থক হিসেবে, আমিও তখন বিস্ফোরিত ছিলাম। তো এটা আমাদের সুযোগ ছিল শোধ তোলার।’

বাংলাদেশ সময়: ১৫:৪১:০১   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ