জাতিসংঘে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাব গৃহীত

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাতিসংঘে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাব গৃহীত
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২



জাতিসংঘে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাব গৃহীত

মিয়ানমারে রোহিঙ্গাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক একটি প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়।

ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। এর পক্ষে সমর্থন জানায় ১০৯টি দেশ।

প্রস্তাবে বলা হয়, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে রোহিঙ্গা মুসলিমসহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন, বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির কথা বলা হয়।

এদিকে মিয়ানমারে প্রতিনিয়ত বাড়ছে জান্তা বাহিনীর তৎপরতা। বুধবার (১৬ নভেম্বর) দেশটির কারেন রাজ্যে তাদের বিমান হামলায় তিন চীনা নাগরিকসহ নিহত হয়েছেন ১০ জন।

সংবাদমাধ্যম ইরাবতি জানায়, কারেন ছাড়াও বিভিন্ন রাজ্যে এদিন হামলা চালায় জান্তা সেনারা। পাল্টা জবাবে, সেনাবাহিনীর অন্তত তিনটি যুদ্ধবিমান ধ্বংস ও আট সেনা সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলো। মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট এনইউজির দাবি, গত ১১ মাসে আড়াইশর বেশি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

তবে বিভিন্ন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধের মুখেও পড়েছে জান্তা বাহিনী। ইরাবতি জানিয়েছে, বুধবার সশস্ত্র গোষ্ঠীগুলোর পাল্টা প্রতিরোধে অন্তত তিনটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস ও বেশ কয়েকজন জান্তা সেনা নিহত হয়েছেন।

কারেন রাজ্যে অভিযান চালিয়ে নিরীহ মানুষ হত্যার জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ)।

বাংলাদেশ সময়: ১০:৫৪:০৯   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ