বিশ্বকাপ উপলক্ষে নতুন নোট উন্মোচন করল কাতার

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপ উপলক্ষে নতুন নোট উন্মোচন করল কাতার
রবিবার, ১৩ নভেম্বর ২০২২



---

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। এজন্য গোটা কাতারজুড়ে চলছে উৎসবের আমেজ। বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে কোনো কমতি রাখছে না দেশটির সরকার। তারই অংশ হিসেবে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে দেশটি। বিশ্বকাপকে সামনে রেখে একটি ২২ রিয়ালের নোট উন্মোচন করেছে কাতার।

কাতারে এক, পাঁচ, দশ, পঞ্চাশ, এক শ, এবং পাঁচ শ রিয়ালের নোট রয়েছে। তবে বিশ্বকাপ উপলক্ষে ২২ রিয়ালের নোট সংযোজন করেছে কাতার। পাশাপাশি ফিফা এবং বিশ্বকাপের লোগো সম্বলিত একটি কয়েনও চালু কড়েছে কাতারের সেন্ট্রাল ব্যাংক।

কাতারের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর শেখ বন্দর বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একত্রে এই নোট ও কয়েন উদ্বোধন করেন। ২২-রিয়ালের নোটে একদিকে লুসাইল স্টেডিয়াম এবং অন্য দিকে আল বায়েত স্টেডিয়াম রাখা রয়েছে, যা কাতার ২০২২ এবং বিশ্বকাপ ট্রফির প্রতীক।

কিউসিবিয়ের মতে, স্মারক নোট এবং মুদ্রার নামমাত্র মূল্য এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে আইনি শক্তি রয়েছে এবং এটি ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে দেওয়া হবে। কিউসিবি বলেছে, এটি নতুন মুদ্রার সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের সুবিধার্থে একটি সেট ব্যবস্থা নিয়েছে।

কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন মুদ্রাটি দেশের ফুটবলের ইতিহাসকে প্রতিফলিত করে এবং যারা এটি অর্জন করতে ইচ্ছুক তাদের জন্য অফার করা হয়, যার মধ্যে দেশটির দর্শনার্থীরাও রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩১   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ