গাজীপুরে ঝুটের গুদামের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে ঝুটের গুদামের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রবিবার, ১৩ নভেম্বর ২০২২



---

গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে লাগা অগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে শনিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় জেলখানা রোড এলাকায় ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনের মাত্রা বেড়ে আশপাশের প্রায় শতাধিক ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর সদর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, ডিবিএল থেকে ১টি, টঙ্গী থেকে ১টি ও কালিয়াকৈর থেকে ১টিসহ মোট ৬টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন সময় সংবাদকে জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। পানির সংকটের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুন পুরোপুরি নেভাতে এখনও কাজ চলছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ৯:৪৯:২৬   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
জঙ্গিদের নিয়ে আমরাও উদ্বিগ্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে ঝুটের গুদামের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বিআরটি প্রকল্প : চালু হলো টঙ্গী ফ্লাইওভারের দুই লেন
গাজীপুরে বাস চাপায় ৪ ব্যক্তি নিহত

আর্কাইভ