যুক্তরাজ্য ভ্রমণকারীদের জন্য সুখবর

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাজ্য ভ্রমণকারীদের জন্য সুখবর
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২



---

যুক্তরাজ্য ভ্রমণে এখন আর আগের মতো কোভিড পরীক্ষা, আইসোলেশন কিংবা ভ্যাকসিন গ্রহণের সনদপত্রের প্রয়োজন থাকছে না।

চলমান করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। থাকছে না আর বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ।

তবে এখনো করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়েও শঙ্কায় দেশটি। তাই চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ শুরু হচ্ছে মার্চ মাস থেকে।

গেল দুই বছরে তিন বার জাতীয় লকডাউনের মুখোমুখে পড়ে যুক্তরাজ্য। করোনায় পঞ্চম স্থানে থাকা দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার ৫৭২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৬১০ জন।

প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের বছর যেতে না যেতেই করোনা মহামারির মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় অনেকটাই ক্লান্ত বরিস জনসন। তাই ইউরোপসহ বিশ্বের অনেক দেশ এখনো করোনার বিধিনিষেধ বহাল রাখলেও তুলে দেওয়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে টিকা না নেওয়া পর্যটকদেরও স্বাগত জানিয়েছে ইসরাইল। রোববার (২০ ফেব্রুয়ারি) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

সংবাদসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট টিকা নেওয়া, না নেওয়া সব বিদেশি পর্যটকের জন্য ইসরাইলে প্রবেশে স্বাগত জানিয়েছেন। সেক্ষেত্রে ওই পর্যটককে অবশ্যই ভ্রমণের আগে করোনার নেগেটিভ সার্টিফিকেটের প্রমাণ দেখাতে হবে।

আগামী ১ মার্চ থেকে দেশটিতে এ নিয়ম কার্যকর হবে।

বেনেট বলেন, আমরা করোনা সংক্রমণ হ্রাস দেখতে পাচ্ছি। তাই ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়া হচ্ছে।

গত দুই বছর ধরে ইসরাইলে বিদেশি পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ার পর দেশটি আরও কঠোর অবস্থানে যায়।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৩৬   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ