ফরিদপুরের ধর্মঘটের প্রভাবে মাগুরায় গণপরিবহন বন্ধ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের ধর্মঘটের প্রভাবে মাগুরায় গণপরিবহন বন্ধ!
শুক্রবার, ১১ নভেম্বর ২০২২



---

অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছে ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। তার প্রভাব পড়ায় মাগুরা জেলায় সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসহাক মল্লিক।

তিনি বলেন, ‘ফরিদপুর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এর প্রভাব আমাদের এখানেও পড়েছে। এ জন্য সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে।’

জানা গেছে, মহাসড়কে সব ধরনের অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত থ্রি-হুইলার বন্ধের দাবিতে শুক্র ও শনিবার রাত ৮টা পর্যন্ত পরিবহন ধর্মঘট ডাকে ফরিদপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। তবে মাগুরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ধর্মঘট না ডাকলেও পুরো জেলায় অঘোষিত ধর্মঘট চলছে। বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ইমন মোল্লা নামে এক যাত্রী বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি। আট মাস পর তিন দিনের ছুটিতে বাড়ি এসেছিলাম। শনিবার আমাকে অফিসে যেতেই হবে। পরিবহন বন্ধে বিপাকে পড়েছি। জানি না কীভাবে ঢাকায় ফিরব।’

বারেক মিয়া নামে আরেক যাত্রী জানান, শনিবার একটি বেসরকারি প্রতিষ্ঠানে তার চাকরির ভাইভা রয়েছে। অনেক কষ্টে লিখিত পরীক্ষায় টিকেছেন তিনি। অথচ পরিবহন ধর্মঘটের কারণে তার ঢাকায় পৌঁছা অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ অভিযোগ করে বলেন, শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিএনপির মহাসমাবেশ রয়েছে। সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার কৌশল করে বাস ধর্মঘটের ব্যবস্থা করেছে।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৫২   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ