মধ্যবর্তী নির্বাচনের ফল গণতন্ত্রের জন্য সুদিন: বাইডেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যবর্তী নির্বাচনের ফল গণতন্ত্রের জন্য সুদিন: বাইডেন
বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২



---

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নিবাচনে ডেমোক্র্যাট দল বিস্ময়করভাবে ভালো করায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন একে ‘গণতন্ত্রের জন্য সুদিন’ বলে প্রশংসা করেছেন।

রিপাবলিকান দল এ নির্বাচনে যতটা ভালো করবে বলে ধারণা করা হয়েছিল বাস্তবে তা ঘটেনি। তারা কেবল প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে জিততে যাচ্ছে।

হোয়াইট হাউসে বুধবার (৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমি মনে করি গণতন্ত্রের জন্য এটি একটি ভালো দিন ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের জন্যও। মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকরা বিশাল লাল ঢেউয়ের ভবিষ্যদ্বাণী করেছিল। কিন্তু তা ঘটেনি।’

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না–এমন প্রশ্নে তিনি বলেন, তার ইচ্ছে আছে। তবে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন আগামী বছর।

এদিকে চলতি মাসে ৮০ বছরে পা রাখা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন তরুণ ভোটারদের প্রশংসা করেছেন, যারা গর্ভপাতের অধিকারের পক্ষে ভোট দিয়েছে, যা জুন মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্তদের দ্বারা পরিচালিত সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিলেন।

বাইডেন বলেন, ভোটাররা তাদের উৎকণ্ঠার বিষয়গুলোতে স্পষ্ট বার্তা দিয়েছেন। সিনেটে ৩৬ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন বাইডেন রিপাবলিকানদের সঙ্গে আরও সমঝোতামূলকভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচনে রিপাবলিকান দলের যে ধরনের সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হয়েছিল, সেটা তারা পায়নি। এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, কংগ্রেসের প্রতিনিধি পরিষদ তাদের নিয়ন্ত্রণে এবং সিনেটে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে।

ফলাফলের প্রতিক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদিও গতকালের নির্বাচন হতাশাজনক ছিল, তবু আমার ব্যক্তিগত দিক থেকে এটি একটি বিশাল বিজয়। ব্যক্তিগতভাবে তিনি যাদের অনুমোদন দিয়েছেন, তাদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, জয়ী হয়েছে ২১৯টি আসনে, হেরেছে ১৬টি আসনে।

তবে স্বল্প ব্যবধানে হলেও রিপাবলিকানরা ২০১৮ সালের পর ৪৩৫ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়ার পথে রয়েছে।

এদিকে এক টুইটবার্তায় বাইডেন বলেছেন, অন্তত ৪০ বছরে ডেমাক্র্যাট দলের যেকোনো প্রেসিডেন্টের সময়কার মধ্যবর্তী নির্বাচনের তুলনায় এবারের প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন দল খুব কমসংখ্যক আসন হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০১   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ