প্রথম সেমির লড়াইয়ে নামছে পাকিস্তান-নিউজিল্যান্ড, আকাশের অবস্থা কী?

প্রথম পাতা » খেলা » প্রথম সেমির লড়াইয়ে নামছে পাকিস্তান-নিউজিল্যান্ড, আকাশের অবস্থা কী?
বুধবার, ৯ নভেম্বর ২০২২



---

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে খানিক বাদেই মাঠে নামছে শক্তিশালী দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচ ঘিরে ক্রিকেট বিশ্বে রয়েছে উত্তেজনার পারদ। কে এগিয়ে আর কে পিছিয়ে, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এসবের মাঝেই প্রশ্ন থাকছে অস্ট্রেলিয়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি হবে সিডনিতে। দুদিন আগে আবহাওয়ার পূর্বাভাসে সেখানে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবণার কথা বলা হয়েছিল। তবে বুধবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে ভিন্ন কথা। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

কেমন থাকবে বুধবার সিডনির আকাশ?

অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকালে সিডনিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম। দিনের সময়ে তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। রাত্রে তা নেমে হবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে রাতে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটকথা, নির্বিঘ্নেই হতে পারে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ।

পিচের অবস্থা কেমন?

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে সেই দলই জিতেছে, যে দল টসে জিতে ব্যাটিং করেছে প্রথমে। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যে পিচে খেলেছিল, সেই পিচেই খেলা হবে এই ম্যাচ। নিউজিল্যান্ডের কাছে চেনা পিচ হলেও আগে এই পিচ ব্যবহার হওয়ার ফলে অভস্থার পরিবর্তন হবে।

সিডনিতে এখনো যে তিনটি পিচের ব্যবহার করা হয়েছে, তার মধ্যে এটাই সব থেকে বেশি ব্যাটিং সহায়ক এবং ফ্ল্যাট। এই উইকেটে প্রথমে ব্যাটিং করা দলের গড় রান ১৬৫। এবারের বিশ্বকাপে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল জিতলেও ৭০ শতাংশ ক্ষেত্রে এখানে যে দল পরে ব্যাট করেছে, তারা জিতেছে।

বুধবারের ম্যাচের ক্ষেত্রে পাকিস্তানের প্রধান শক্তি তাদের পেস বোলিং। এই ম্যাচে লড়াইটা কার্যত হবে পাকিস্তানের পেসারদের সঙ্গে নিউজিল্যান্ডের ব্যাটারদের। তবে কিউয়ি বোলিং লাইন-আপও কিন্তু বেশ ভালো। পাকিস্তানের দুর্বল ব্যাটিং অর্ডার এবং বাবার আজম ও মোহাম্মদ রিজওয়ানের ছন্দে না থাকাটাও বড় চ্যালেঞ্জ হবে পাকিস্তানের কাছে।

অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভ পর্বে তারা পাঁচটি ম্যাচের মাত্র একটিতে হেরেছে। একটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। জিতেছে তিনটি ম্যাচে। নিউজিল্যান্ড যে কয়টি ম্যাচ খেলেছে তাতে তাদের ব্যাটিং দক্ষতার পরিচয় ফুটে উঠেছে। এছাড়া দলটির প্রধান দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি দারুণ ফর্মে।

তবে কে কতটা শক্তিশালী তাতো মাঠেই প্রমাণ হবে। মাঠে যারা ভালো পারফর্ম করবে তারাই পাবে ফাইনালের টিকিট। বুধবার জেতা দলটি ফাইনালে ভারত অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখে হবে বিরাট কোহলি ও জস বাটলাররা। এ ম্যাচ ঘিরেও উত্তেজনার পরদ তুঙ্গে।

বাংলাদেশ সময়: ১৩:২৮:১৭   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ