লা লিগা: মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেল রিয়াল

প্রথম পাতা » খেলা » লা লিগা: মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেল রিয়াল
মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২



---

স্প্যানিশ ফুটবল লীগে মৌসুমে প্রথম পরাজয়ের তিক্ত স্বদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বি রায়ো ভায়োকানোর কাছে সোমবার লা লিগা মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে মাদ্রিদ। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে রায়োর কাছে পরাজিত হয় সফরকারী মাদ্রিদ। এই পরাজয়ে দুই পয়েন্টের ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা ।
আক্রমন-পাল্টা আক্রমনের ম্যাচে রায়ো শুরুতেই লিড পায় কিন্তু ৪১ মিনিটের মধ্যে পরপর দুই গোল করে রিয়াল এগিয়ে যায়, যদি এই লিড বেশীক্ষণ স্থায়ী হয়নি। বিরতির আগে রায়ো সমতায় ফিরে। ৬৭ মিনিটে স্পট কিক থেকে ওস্কার ট্রেয়ো গোল করে রায়োর জয় নিশ্চিত করে।
লিগে ১৩ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩১ পয়েন্ট।
ইনজুরি আক্রান্ত ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমাকে ছাড়া রিয়াল মাদ্রিদ রায়োর শক্তিশালী আক্রমনগুলো প্রতিহত করতে পারেনি। মাত্র পাঁচ মিনিটেই সান্টিয়াগো কামসানা দারুন এক গোলে স্বাগতিক রায়োকে এগিয়ে দেন। তবে বিরতির আগেই মাদ্রিদ দুই গোল কওের লড়াইয়ে ফিরে আসে। ৩৭ মিনিটে স্পট কিক থেকে লুকা মড্রিচ রিয়ালকে সমতায় ফেরান। এর চার মিনিট পর এডার মিলিটাও কার্লো আনচেলত্তির দলকে এগিয়ে দেন। কিন্তু রিয়াল এই লিড বেশীক্ষন ধরে রাখতে পারেনি। ৪৪ মিনিটে আলভারো গার্সিয়ার অসাধারণ গোলে সমতায় ফিরে আসে রায়ো। ৬৭ মিনিটে রিয়ালের বেলজিয়ান তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া স্পট কিক থেকে ট্রেয়োর প্রথম স্পট কিকটি রুখে দেন। কিন্তু রিপ্লেতে দেখা গেঝে শট নেবার আগেই কোর্তোয়া তার পজিশন থেকে সড়ে গিয়েছিলেন। ফলে আবারো কিকের সুযোগ পান ট্রেয়ো। ফিরতি শটে আর কোন ভুল করেননি ট্রেয়ো।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমরা ব্যক্তিগত কিছু ভুলের কারনে আজ হেরে গেছি। যে গোলের সুযোগ আমরা নষ্ট করেছি সেই ভুল আমরা সাধারনত করিনা।’
৯০ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রডরিগো পোস্টের খুব কাছে থেকে বল বারের উপর দিয়ে বাইরে পাঠিয়েছেন। রিয়ালের আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রও কাল নামের প্রতি সুবিচার করতে পারেননি। যদিও ইতালিয়ান কোচ আনচেলত্তি আসন্ন বিশ^কাপের আগে খেলোয়াড়দের মনোযোগে বিঘœ হওয়ার বিষয়টি মানতে নারাজ। তবে তিনি এই পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন।
শনিবার ক্যাম্প ন্যুতে তারকা ডিফেন্ডার জেরার্ড পিকের বিদায়ী ম্যাচে ওসমানে ডেম্বেলে ও ফ্রেংকি ডি জংয়ের দুই গোলে আলমেইরাকে ২-০ ব্যবধানে পরাজিত করে বার্সেলোনা লা লিগার শীর্ষস্থান দখল করেছিল।

বাংলাদেশ সময়: ১৬:২৭:০৬   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ