নরসিংদীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নরসিংদীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২



---

নরসিংদীতে গৃহবধূ লাভলী বেগমকে (৩০) হত্যার অভিযোগে স্বামী সুজন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) রাতে ফরিদুপুর সদর উপজেলার আটরশি দরবার শরীফ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুজন রায়পুরা উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে এবং নিহত লাভলী বেগম একই উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে।

মঙ্গলবার (৮ নভেম্বর) নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন জানান, গ্রেফতারকৃত সুজন মিয়ার সঙ্গে লাভলী বেগমের ১৩ বছর আগে বিয়ে হয় এবং তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে। সাত বছর আগে সুজন মিয়া বিদেশ যায় এবং দুই মাস আগে দেশে ফিরে আসে, বিদেশে গিয়ে সুজন ঋণগ্রস্ত হয়ে পড়েন। এসব বিভিন্ন বিষয়ে লাভলীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সুজনের। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এরপর গত ৫ নভেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে সুজন তার স্ত্রী লাভলী বেগমকে (৩০) ছুরিকাঘাত করে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় লাভলী আক্তারের মা বাদী হয়ে সুজনসহ তিনজনের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযানে নামে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে সোমবার রাতে ফরিদপুরে আটরশি দরবার শরীফ থেকে সুজনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত সুজন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রী লাভলী বেগমকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করে। পরে দুপুরে আসামি সুজনকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৮   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ