ইউরোপা লিগে মুখোমুখি বার্সেলোনা-ম্যানইউ

প্রথম পাতা » খেলা » ইউরোপা লিগে মুখোমুখি বার্সেলোনা-ম্যানইউ
মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২



---

লিওনেল মেসি স্পেন ছাড়ার পর গত মৌসুমের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। চলতি মৌসুমে গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থাকার কারণে নিয়মানুযায়ী ইউরোপা লিগে অবনমন হয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির। কিন্তু লড়াইটা কিছুটা সহজ হবে বলে আশা করছিল বার্সার সমর্থকরা। কিন্তু এখানেও সহজ হবে না বার্সা কোচ জাভি হার্নান্দেজের শিষ্যদের। কারণ নকআউট রাউন্ডের প্লে-অফে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে পড়েছে কাতালানরা।

গতকাল সোমবার (৭ নভেম্বর) উয়েফার সদরদপ্তর সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্রয়ের পর ইউরোপার নকআউট রাউন্ডের প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়।সেখানে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে পড়েছে কাতালানরা। এবারের ইউরোপা লিগে খেলবে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাসও। প্লে অফে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ন্যান্টেস। এছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়া খেলবে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে।

গতবারের প্রিমিয়ার লিগটা যাচ্ছেতাই কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আর তাতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গাই হয়নি ইংলিশ জায়ান্ট ক্লাবটির। ইউরোপা লিগে অবশ্য ভালো শুরু পেয়েছে টেন হাগের দল। গ্রুপ পর্বে ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। তবে পয়েন্ট সমান থাকলেও রিয়াল সোসিয়াদাদের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সরাসরি শেষ ষোলোয় জায়গা করতে পারেনি তারা।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপের তৃতীয় হওয়া দলগুলো ও ইউরোপা লিগের আট গ্রুপের রানার্সআপ দলগুলো খেলবে ইউরোপার প্লে-অফ রাউন্ডে। এখান থেকে আট জয়ী দল উঠবে শেষ ষোলোয়। সেখানে তাদের জন্য অপেক্ষা ইউরোপা লিগের আট গ্রুপ চ্যাম্পিয়ন।

ইউরোপা লিগের প্লে-অফ রাউন্ডের প্রথম লেগ আগামী ১৬ ফেব্রুয়ারি। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

ইউরোপা লিগের প্লে অফের ম্যাচগুলো-

১. বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড

২. জুভেন্টাস-ন্যান্টেস

৩. স্পোর্টিং লিসবন-মিতউইলান

৪. শাখতার দোনেস্ক-স্টাডে রেনে

৫. আয়াক্স-ইউনিয়ন বার্লিন

৬. বায়ার লেভারকুসেন-মোনাকো

৭. সেভিয়া-পিএসভি আইন্দহোভেন

৮. সালসবুর্গ-রোমা

বাংলাদেশ সময়: ১২:৩৫:০৯   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ