বিআরটি প্রকল্প : চালু হলো টঙ্গী ফ্লাইওভারের দুই লেন

প্রথম পাতা » গাজীপুর » বিআরটি প্রকল্প : চালু হলো টঙ্গী ফ্লাইওভারের দুই লেন
রবিবার, ৬ নভেম্বর ২০২২



---

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে রাজধানীর উত্তরার হাউসবিল্ডিং পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেন খুলে দেওয়া হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন উন্মুক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, এই সড়কের দুটি লেন খুলে দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেক কমে আসবে। এতে ফ্লাইওভারের বাকি কাজও বেগবান হবে। আগামী জুনের মধ্যে বিআরটির প্রকল্প সম্পূর্ণ খুলে দেওয়া সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রিড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গাসিক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

উল্লেখ্য, আগামী বছরের ২০২৩ সালের মে থেকে জুনের মাঝামাঝি সময় বাস র‌্যাপিট ট্রানজিট বা বিআরটি প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কটি চলাচলের উপযোগী হবে। এখন পর্যন্ত এই প্রকল্প্রের ৭৮ দশমিক ৪৫ শতাংশ শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৩   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
জঙ্গিদের নিয়ে আমরাও উদ্বিগ্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে ঝুটের গুদামের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বিআরটি প্রকল্প : চালু হলো টঙ্গী ফ্লাইওভারের দুই লেন
গাজীপুরে বাস চাপায় ৪ ব্যক্তি নিহত

আর্কাইভ