টোকিও চলচ্চিত্র উৎসবে রেকর্ড গড়ল ‘দ্য বিস্টস’

প্রথম পাতা » ছবি গ্যালারী » টোকিও চলচ্চিত্র উৎসবে রেকর্ড গড়ল ‘দ্য বিস্টস’
বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২



---

৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে বুধবার (২ নভেম্বর)। বর্ণিল আয়োজনে টোকিও ইন্টারন্যাশনাল ফোরাম হলে বসেছিল এ সমাপনী আয়োজন। টোকিও স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হয় সমাপনীর এই জমজমাট আয়োজন।

জমকালো আয়োজনে এই আসরের পর্দা উঠেছিল ২৪ অক্টোবর। ১০ দিনব্যাপী চলে চলচ্চিত্র উৎসবটি। উৎসবে প্রথম দিন ছিল লাল গালিচার বিশেষ আয়োজন। এদিন লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন এবারের আসরের অ্যাম্বাসেডর জাপানি তারকা অ্যাই হাশিমাতো। নির্ধারিত সময়ে লাল গালিচায় আসেন তিনি। আলোর জলকানিতে নিজের উপস্থিতি জানান দিয়েছেন, অটোগ্রাফ দিয়েছেন, সেলফিও তুলেছেন। জনপ্রিয় এ তারকা ছাড়াও প্রথম দিন লাল গালিচায় হেঁটেছেন বিভিন্ন দেশের ১৩৭ জন তারকা।

এবারের আসরে ১৬৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে। যদিও গত ৩৪তম আসরে প্রদর্শিত হয়েছিল ১২৬টি সিনেমা। আসরে মূল প্রতিযোগিতা বিভাগে ছিল ১৫টি সিনেমা। আর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ৮টি সিনেমার।

টোকিও শহরের হিবিয়া, ইয়োরাকুচো, মারুনাউচি, গিঞ্জা এলাকায় বসেছিল আসর। এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে জুরি ছিলেন জুলি টেমোর, শিম উন-কিং, জ্যঁ পেদ্রো রদ্রিগেজ, ইয়ানাগিজিমা কাটসুমি ও মেরি ক্রিস্টিন।

এবারের আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে রেকর্ড গড়েছে ‘দ্য বিস্টস’ সিনেমাটি। রদ্রিগো সোরোগোয়েন পরিচালিত এ সিনেমাটি তিনটি ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলেছে। উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘টোকিও গ্র্যান্ড প্রিক্স’ ছাড়াও সেরা পরিচালক, সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছে ‘দ্য বিস্টস’। এ সিনেমার জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন রদ্রিগো সোরোগোয়েন। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ডেনিস ম্যানোচেট।

এ ছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালিন কুপেনহেইম। ‘১৯৭৬’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন তিনি। সেরা আর্টিস্টিত কন্ট্রিবিউশন পুরস্কার পেয়েছে ‘পিকক লামেন্ট’। অডিয়েন্স অ্যাওয়ার্ড ঘরে তুলেছে ‘বাই দ্য উইন্ডো’ সিনেমাটি। অন্যদিকে এশিয়ান ফিচার বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘বাটারফ্লাইস লিভ অনলি ওয়ান ডে’। আর বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ‘ওয়ার্ল্ড ওয়ার-থ্রি’ সিনেমাটি। নোগামি তেরুয়ুর হাতে আজীবন সম্মাননা তুলে দেয়া হয়েছে।

যদিও এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে ১০৭টি দেশের ১ হাজার ৬৯৫টি সিনেমা জমা পড়েছিল। তবে সেখান থেকে মাত্র ১১১টি সিনেমা নির্বাচিত করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শনের জন্য। প্রতিযোগিতা বিভাগ ছাড়াও এবারের আসরে ছিল এশিয়ান ফিচার বিভাগ, গালা সিলেকশন, ওয়ার্ল্ড ফোকাস, জাপানিজ এনিমেশন, ইয়ুথ, টিআইএফএফ সিরিজ এবং জাপানিজ ক্লাসিকস বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪:১৮:০১   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ