বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি (ইপিসিবিসিএসপি) প্রকল্পের আওতায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিচালিক ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং এবং প্রতিরোধ কর্মসূচি পর্যালোচনার লক্ষ্যে আজ ২ নভেম্বর, ২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী জানান, “দেশে করোনায় যত মানুষ গত তিন বছরে মারা গেছে তার তিনগুণ বেশি মানুষ ক্যান্সারের কারনে মারা গেছেন। ক্যান্সার, কিডনি রোগী দিন দিন আরো বাড়ছে। গত এক বছরে স্তন ক্যান্সারে ১৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে যার মধ্য থেকে ৭ হাজার মানুষ মারা গেছে। অন্যদিকে, ৮ হাজার মানুষ জরায়ু ক্যান্সারে আক্রান্ত ছিল, যার মধ্যে ৫ হাজার মানুষ মারা গেছে। এভাবে দেশে বছরে প্রায় দেড় লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, যার মধ্যে প্রায় এক লক্ষ মানুষই মারা যায়। সুতরাং বোঝাই যাচ্ছে, ক্যান্সার চিকিৎসায় আমাদের কতটা জোর দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব বিবেচনা করেই আমরা দেশের ৮ বিভাগে ৮ টি অতি উন্নত মানের ক্যান্সার, কিডনি হাসপাতাল নির্মান করা হচ্ছে। এই হাসপাতালগুলো নির্মিত হলে ক্যান্সার চিকিৎসায় দেশেই বড় ধরনের সাফল্য আসবে।”
প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা জানান, এই কর্মসূচির অধীনে গত পাঁচ বছরে (২০১৭-২০২২ সাল) ২৪ লাখ মহিলার স্ত্রীনিং করা হয়েছে। যাঁদের মধ্যে ৫.৭১ শতাংশ অর্থাৎ এক লাখ ৪১ হাজার ৮ শত ৫৪ জনের ভায়া (জরায়ু মুখ ক্যান্সার) পজেটিভ ছিল এবং ১.৩৪ শতাংশ অর্থাৎ ৩২ হাজার ২ শত ৩৪ জনের সিবিই (স্তন ক্যান্সার) পজেটিভ ছিল। ভায়া পজেটিভ মহিলাদের মধ্যে ৪৯ হাজার ৯ শত ৫৩ জনের কম্পোস্কপি, ১২ হাজার ৯ শত ৪৪ জনের হিস্টো-প্যাথলজি করা হয়েছে এবং ২০ হাজার ৩০ জনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তিনি জানান এই রোগের বিষয়ে গবেষণা কার্যক্রম শুরু করার লক্ষ্যে একটি এইচপিভি-ডিএনএ গবেষণাগার স্থাপন করা হয়েছে।
বাংলাদেশের মহিলাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের হার সম্পর্কে অধ্যাপক ডা. আশরাফুন্নেসা বলেন, জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রে এর কার্যক্রমের ফলে ২০১২ সালে স্তন ক্যান্সারের হার ২৩.৯ শতাংশ থেকে ২০২২ সালে ১৯ শতাংশ থেকে এসেছে অর্থাৎ ৪.৯ শতাংশ হ্রাস পেয়েছে এবং একই সময়ে জরায়ু -মুখ স্তন ক্যান্সারের হার ১৯.৩ শতাংশ থেকে ১২ শতাংশে নেমে এসেছে অর্থাৎ ৭.৩ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২২ সালে ৬২ হাজার ১৯ জনের স্ক্রীনিং করে ১৪ হাজার ৮ শত ৩৬ জনের (২৩.৯ শতাংশ) সিবিই পজেটিভ পাওয়া যায় এবং ১১ হাজার ৯ শত ৫৬ জনের (১৯.৩ শতাংশ) ভায়া পজেটিভ পাওয়া যায়। ২০২০ সালে ৬৮ হাজার ৭ শত জনের স্ক্রীনিং করে ১৩ হাজার ২৮ জনের (১৯ শতাংশ) সিবিই পজেটিভ পাওয়া যায় এবং ৮ হাজার ২ শত ৬৮ জনের (১২ শতাংশ) ভায়া পজেটিভ পাওয়া যায়। তিনি আরো জানান, এই কর্মসূচির অধীনে স্ক্রীনিং করার জন্য ইতোমধ্যে ৭ লাখ মহিলাকে ফ্রি-রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে।
ক্যান্সার নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে তিনি বলেন, ভ্যাক্সিনেশন প্রোগ্রাম, পপুলেশন কভারেজ বৃদ্ধি এবং স্ক্রীনিংকৃত পজেটিভ মহিলাদের চিকিৎসা, জনবল ও যন্ত্রপাতির সক্ষমতা বৃদ্ধি, রেডিওথেরাপি, অনকো-সার্জারি, হসপিটাল প্যাথলজি সেবা শক্তিশালী করা প্রয়োজন।
ভবিষ্যতে পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ফ্যাসিলিটি এবং ইলেক্ট্রনিক ডাটা ট্র্যাকিং সেবা ৮টি বিভাগের ৬৪টি জেলায় ২০০ হতে ৪৯২টি উপজেলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সম্প্রসারণ এবং ৩১টি কম্পোস্কপি রেফারল কেন্দ্র হতে ৩৭টিতে উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রের উর্দ্ধমুখী সম্প্রসারণের মাধ্যমে ১০ম তলায় জরায়ু-মুখ ক্যান্সার রোগীদের জন্য ৪৫ শয্যা এবং ১১তম তলায় ৪৫ শয্যা বিশিষ্ট ঙহব ঝঃড়ঢ় ইৎবধংঃ ঈষরহরপ স্থাপন ও স্তন ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। সিবিই স্ত্রীনিং পজেটিভ এবং স্তন ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য ৩৭টি ব্রেস্ট ক্লিনিক স্থাপন করা হবে। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গবেষণা কর্ম সম্পাদন করা হবে। অনকোলজি বিল্ডিং (ব্লক-এফ) এ পেডিয়াট্রিক কার্ডিওলজির জন্য নির্মাণাধীন ৮ম ও ৯ম তলার উপরে প্রকল্পের অধীনে ৩৩,৫১২ বর্গফুট জায়গার উপর দুটি তলা (১০ম ও ১১তম) নির্মাণ করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রাশেদা আকতার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচাক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) খান মো. রেজাউল করিম, ইউএনএফপিএ’র হেলথ চীফ বিহাবেন্দ্র এস রঘুবংশী সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৮:৪৪:৪৭ ১১৮ বার পঠিত