চ্যাম্পিয়ন্স লিগ: দুর্দান্তভাবে ফিরে এসে নক আউট পর্ব নিশ্চিত করলো টটেনহ্যাম

প্রথম পাতা » খেলা » চ্যাম্পিয়ন্স লিগ: দুর্দান্তভাবে ফিরে এসে নক আউট পর্ব নিশ্চিত করলো টটেনহ্যাম
বুধবার, ২ নভেম্বর ২০২২



---

পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মার্সেইকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার। শেষ ম্যাচের এই জয়ে গ্রুপ-ডি’র শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে গেলো স্পার্সরা।
শেষ ১৬’তে যেতে হলে এই ম্যাচে টটেনহ্যামের এক পয়েন্টই যথেষ্ট ছিল। তবে জিততে পারলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হতো, এমন সমীকরনেই মাঠে নেমেছিল ইংলিশ জায়ান্টরা। কিন্তু মার্সেইর ভেলোড্রমে প্রথমার্ধের ইনজুরি টাইমে চ্যান্সেল এমবেম্বার গোলে পিছিয়ে পড়ে টটেনহ্যাম। তবে দ্বিতীয়ার্ধে দারুনভাবে ম্যাচে ফিরে এসে ৫৪ মিনিটে ক্লেমেন্ট লেঙ্গেল্টের গোলে সমতায় ফিরে সফরকারীরা। এরপর ৯৫ মিনিটে পিয়েরে-এমিলে হোবার্গের গোলে জয় নিশ্চিত হয়।
গ্রুপের আরেক ম্যাচে এইনট্রাখট ফ্রাংকফুর্ট ২-১ গোলে স্পোর্টিং লিসবনকে পরাজিত করে টটেনহ্যামের থেকে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে। গ্রুপের তলানির দল হিসেবে মার্সেইর বিদায় নিশ্চিত হয়েছে।
প্রথমার্ধে প্রিমিয়ার লিগের দল স্পার্শ কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। উল্টো গোলরক্ষক হুগো লোরিসের নৈপুন্যে তারা এক গোলের বেশী হজম করেনি। বহিষ্কৃত ম্যানেজার এন্টোনিও কন্টের স্থানে কাল ডাগ আউটে দায়িত্ব পালন করা সহকারী কোচ স্টেলিনি বলেছেন, ‘প্রথমার্ধে আমরা বেশ কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম। কিন্তু তারপরও মানসিক ভাবে চাঙ্গা ছিলাম। ম্যাচের আবহ ধরে রেখেছিলাম। ঐ মুহূর্তে ঐ গোলটা হজম করা ঠিক হয়নি। কারন আমরা প্রস্তুত হবার আগেই তারা কর্ণার কিক নিয়ে নিয়েছিল। ভবিষ্যতের জন্য এটা আমাদের জন্য একটি শিক্ষা। দ্বিতীয়ার্ধে সবকিছু পাল্টে যায়। আমরা ড্রেসিং রুমে অনেক কথা বলেছিল। তার ফলও পেয়েছি।’
প্রিমিয়ার লিগের শেষ ম্যাচেও একইভাবে টটেনহ্যাম দুই গোলে পিছিয়ে থেকে স্টপেজ টাইমে রডরিগো বেনটানকারের গোলে বোর্নমাউথকে ৩-২ গোলে পরাজিত করে জয় নিয়ে মাঠ ছেড়েছিল। চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিংয়ের সাথে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে ম্যাচ শেষে হ্যারি কেনের গোল ভিএআর বাতিল করে দেবার প্রতিবাদ করায় লাল কার্ড দেখেছিলেন কন্টে। যে কারনে কালকের ম্যাচে ডাগ আউটে থাকতে পারেননি। প্রথমার্ধে ২৯ মিনিটে মাথায় আঘাত পাওয়ায় তারকা স্ট্রাইকার সন হেয়াং-মিন মাঠের বাইরে চলে যান। মঙ্গলবার সকালে টিম হোটেলের বাইরে মার্সেইর সমর্থকরা আতশ বাজি ফুটিয়ে টটেনহ্যামের খেলোয়াড়দের বিরক্ত করার টেষ্টা করে। এতে দলের মানসিকতায় কিছুটা হলেও প্রভাব পড়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। যদিও মাঠের ভিতরের পরিবেশ অন্যান্য সময়ের তুলনায় একেবারেই ভিন্ন ছিল। ফ্রাংকফুর্টের বিপক্ষে গ্রুপের আগের ম্যাচে ভেলোড্রমে সমর্থকদের উত্তেজিত আচরণের প্রেক্ষিতে উয়েফার শাস্তির কারনে সমর্থকরা শান্ত থাকতে বাধ্য হয়। ম্যাচের ৯ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সেন্টার-ব্যাক এরিক বেইলি মাঠ ত্যাগে বাধ্য হলে স্বাগতিকরা হোঁচট খায়। অবশ্য তারপরও তারা থেমে থাকেনি। এ্যালেক্সিস সানচেজ ও জর্ডান ভেরেটুটের দুটি প্রচেষ্টা রুখে দেন লোরিস। তবে ডিফেন্ডার এমবেম্বার হেডের গোলে প্রথমার্ধেও ইনজুরি টাইমে এগিয়ে যায় মার্সেই। প্রথমার্ধে টটেনহ্যাম তেমন একটা সুযোগ তৈরী করতে পারেনি।
৫৪ মিনিটে ইভান পেরিসিচের ফ্রি-কিক থেকে লেঙ্গেল্ট গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান। কেনের একটি গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। ম্যাচ শেষের ১০ মিনিট আগে হোবার্গের শট পোস্টে লেগে ফেরত আসে। সিড কোলাসিনাক এরপর মার্সেইর সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন। তবে স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে হোবার্গ আর ভুল করেননি। দারুন এক গোলে দলকে জয় উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৩৭   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ