এগিয়ে ডানপন্থি জোট, ফিরছেন নেতানিয়াহু

প্রথম পাতা » আন্তর্জাতিক » এগিয়ে ডানপন্থি জোট, ফিরছেন নেতানিয়াহু
বুধবার, ২ নভেম্বর ২০২২



---

আবারও ক্ষমতায় ফিরছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১ নভেম্বর) অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনের বুথফেরত জরিপ এমনটাই ইঙ্গিত করছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, পার্লামেন্টে ১২০ আসনের মধ্যে ৬২টি পেতে যাচ্ছে নেতানিয়াহুর ডানপন্থি জোট।

বুথফেরত জরিপ আসার পর থেকেই আনন্দ-উল্লাসে মেতে উঠেছে ইসরাইলের কট্টরপন্থি লিকুদ পার্টির সমর্থকরা। ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মঙ্গলবারের ভোট শেষে ক্ষমতায় আসার দৌড়ে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট অনেকটা এগিয়ে আছে।

জানা গেছে, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে ৬২টি আসন পেতে চলেছে জোটটি। অন্যদিকে বিরোধী জোট ৫৪ আসনে এগিয়ে আছে। বাকি চার আসনে এগিয়ে আছে অন্যান্য দল।

এ নিয়ে চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো ইসরাইলে। এর আগে টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকার পর গত বছর নির্বাচনে হেরে যান নেতানিয়াহু। পরে ইয়ার লাপিদের মধ্যপন্থি দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে সরকার গঠন করে ইয়েমিনা পার্টি।

সম্প্রতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা ও ইরানসহ নানা ইস্যুতে বর্তমান সরকারে ফাটল দেখা দেয়। এরপরই আবারও নির্বাচনের আয়োজন করা হলো।

এদিকে নেতানিয়াহু আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, এবার প্রধানমন্ত্রী হলে ডানপন্থিদের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ইতামার বেন জিভির মতো কট্টরপন্থিদের নিয়েও সরকার গড়বেন তিনি। নেতানিয়াহুর সম্ভাব্য সেই মন্ত্রিসভা নিয়ে জনমনে এরই মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, কট্টর ডানপন্থি ইতামার বেন জিভির ইসরাইলের নিষিদ্ধ ঘোষিত একটি চরমপন্থি গোষ্ঠী থেকে উঠে এসেছেন।

অতীতে তার বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ, এমনকি ওই অভিযোগে অভিযুক্তও হয়েছিলেন তিনি। আজও সেই দৃষ্টিভঙ্গিই পোষণ করেন ইতামার বেন জিভির। স্থানীয় আরবদের ‘ইসরাইল রাষ্ট্রবিরোধী’ অভিহিত করে তাদের বাস্তুচ্যুত করার পক্ষে ওকালতি করেন তিনি।

এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি গোষ্ঠী এআইপিএসি বা আইপ্যাক ইতামার বেন জিভির ও তার নেতৃত্বাধীন কট্টর ইহুদিবাদী দল জিইয়িশ পাওয়ার পার্টির কঠোর সমালোচনা করে আসছে। আইপ্যাকের মতে, জিইয়িশ পাওয়ার পার্টি একটি বর্ণবাদী দল। তবে নেতানিয়াহু বলছেন, বেন জিভির আগের অবস্থান বদলে এখন ‘মডারেট’ তথা ‘মধ্যপন্থি’ হয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩:২২:৪৭   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ