খুদে বাঘিনীদের ‘৮’ গোলের বিরাট সাফল্য

প্রথম পাতা » খেলা » খুদে বাঘিনীদের ‘৮’ গোলের বিরাট সাফল্য
মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২



---

বড় বোনদের দেখানো পথেই হাঁটছে বাংলাদেশ নারী দলের খুদেরা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে স্রেফ উড়িয়ে দিয়েছে খুদে বাঘিনীরা। তাদের তাণ্ডবে ম্যাচটিতে ভুটানের বিপক্ষে ৮-০ গোল ব্যবধানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর আজ (১ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশ, ভুটান এবং নেপাল মিলিয়ে তিন দলের টুর্নামেন্ট হচ্ছে।

যেখানে প্রথম ম্যাচে ভুটানকে গুঁড়িয়ে দিয়েছে খুদে বাঘিনীরা। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত একের পর এক আক্রমণে ভুটানকে ব্যতিব্যস্ত করে রেখেছে বাংলাদেশের ফুটবলাররা। এরমধ্যে প্রথমার্ধেই তুলে নেয় ৩ গোল।

দ্বিতীয়ার্ধের বাকি ৪৫ মিনিটে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে বাঘিনীরা। দ্বিতীয়ার্ধেই ভুটানের জালে আরও ৫ বার বল জড়ান। তাতে ৮-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুদে বাঘিনীরা।

বাংলাদেশের পক্ষে সুরভি আকন্দ হ্যাটট্রিকের আনন্দে মাতেন। এ ছাড়াও ম্যাচে জোড়া গোল করেন উমেহ্লা মারমা। এই দুই জনের পাঁচ গোল ব্যতীত আরও তিন বাঘিনীর পা থেকে গোল আসে। তারা হলেন যথাক্রমে থুইনু মারমা, জয়নব বিবি রিতা এবং কানন রানী বাহাদুর।

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ২০১৭ সালে শিরোপা জিতে নিয়েছিল বাংলার নারীরা। পরের দুইবার অবশ্য ভারতের কাছে শিরোপা খুইয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশের খুদে নারীদের। এবারের আসরে ফেভারিট স্বাগতিক বাংলাদেশই। প্রথম ম্যাচে নিজেদের খেলায় সেটির ছাপও রাখল খুদে বাঘিনীরা।

বাংলাদেশ সময়: ২১:৪২:৫৮   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ