‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাব-কমিটির ২য় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাব-কমিটির ২য় সভা অনুষ্ঠিত
সোমবার, ৩১ অক্টোবর ২০২২



---

ঢাকা, ৩১ অক্টোবর ২০২২ : ইউএনএফপিএ (UNFPA)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি (Strengthening Parliament’s Capacity in Integration of Population and Development Issues) প্রকল্পের আওতায় গঠিত ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাব-কমিটির ২য় সভা সাব-কমিটির আহবায়ক ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ,স,ম,ফিরোজ এমপি-এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সাব-কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ এমপি, মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, আ ফ ম রুহুল হক এমপি, মোঃ হাবিবে মিল্লাত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি এবং মোছাঃ শামীমা আক্তার খানম এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাব-কমিটির ১ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যবিবরণী অনুমোদন করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সাথে সাব-কমিটির পরামর্শ সভার আলোচ্য বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব নিয়ে সামাজিক সচেতনতামূলক তথ্যভিত্তিক এবং মানসম্মত নাটিকা, ডকুমেন্টারি ইত্যাদি প্রস্তুত করার বিষয়ে আলোচনা হয়। সেগুলো বিভিন্ন টিভি চ্যানেল, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, কেবল অপারেটর, মাই কনস্টিটিউয়েন্সি অ্যাপের মাধ্যমে প্রচারসহ ইউটিউব এবং ফেসবুক এর মত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়।

মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে পত্র প্রেরণ করা এবং সংসদ সদস্যদের এসকল কাজে সম্পৃক্ত করার জন্য তাদেরকেও পত্র প্রেরণের ব্যাপারে কমিটিতে সিদ্ধান্ত গৃহীত হয়।

’মাতৃস্বাস্থ্য সুরক্ষা বিল ২০২০’ বিলটি আইনে পরিণত হওয়ার আগ পর্যন্ত পরিপত্র জারির মাধ্যমে মাতৃস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম এগিয়ে নেবার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটি সুপারিশ করে।

জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এবং এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম, এ, কামাল বিল্লাহ সভায় সঞ্চালনা করেন। বৈঠকে প্রকল্পের টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমান উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৬:০৯   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ