টরিনোর কাছে হেরে বড় ধাক্কা খেল মিলান

প্রথম পাতা » খেলা » টরিনোর কাছে হেরে বড় ধাক্কা খেল মিলান
সোমবার, ৩১ অক্টোবর ২০২২



---

ইতালিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান চলতি মৌসুমে নিজেদের মেলে ধরতে পারছে না। খেলোয়াড়রা ছন্দে থাকলেও প্রত্যাশিত গোল পাচ্ছেন না দলের বিগ প্লেয়াররা। যার ফলে পয়েন্ট হারানোর পাশাপাশি ম্যাচও হারতে হচ্ছে রোসোনেরিদের। রোববার (৩০ অক্টোবর) সিরি আ’র ম্যাচে টরিনোর বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে পিওলির দল।

মিলান দলের এক নম্বর গোলকিপার মাইগনান, দলের অভিজ্ঞ স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচ, তরুণ বেলজিয়ান উইঙ্গার সালেমেকারস ইনজুরিতে থাকায় দলের শক্তি কিছুটা কমই বলা চলে। এদিকে একাদশে জায়গা পাননি ফরাসি স্ট্রাইকার জিরুড। এমন এক অগোছালো দল নিয়ে মাঠে নেমেছিল মিলান। তবে খেলায় তার ছাপ ছিল না। দুই হাফেই বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল ওরিগি-লিয়াওরা।

কিন্তু আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে সফরকারীরা। ম্যাচের ৩৫তম মিনিটে লাজারোর ফ্রি কিক থেকে মাথা ছুয়িয়ে গোল করেন কফি জিদজি। তার দুই মিনিট পরেই মিলানের ডি-বক্সের সামনে জটলা বেঁধে যায়। সেখান থেকে বল পেয়ে জালে জড়ান আলেক্সেই মিরানচুক। এই দুই গোলে লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। কোচ দ্বিতীয় হাফের শুরুতেই তিন পরিবর্তন করে জানিয়ে দেন, গোলের জন্য মরিয়া তারা। যার ফলও পেয়ে যায় ম্যাচের ৬৭ মিনিটে। মিলানের ব্রাজিলিয়ান খেলোয়াড় মেসিয়াস স্বাগতিক গোলকিপারের ভুলের সুযোগ নেন। গোলকিপার সাভিচ ডি-বক্স থেকে বের হয়ে আসলে তাকে কাটিয়ে ফাঁকা জালে গোল করেন ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

এরপর আর সুযোগও তৈরি করতে পারেনি মিলান, তাতে আর সমতায়ও ফেরা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত লিগে চার ম্যাচ পর হার নিয়ে মাঠ ছাড়ে মিলান। এই হারের ফলে লিগ শিরোপার দৌড়ে বড় এক ধাক্কা খেল পিওলির দল। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মিলান। সমান ম্যাচ খেলে ৩২ ও ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম দুই স্থানে রয়েছে যথাক্রমে নাপোলি ও আতালান্তা।

বাংলাদেশ সময়: ১২:০৯:৫০   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ