কাভার্ডভ্যানের ভেতর গ্যাস সিলিন্ডার স্থাপন, গ্রেপ্তার ২

প্রথম পাতা » চট্রগ্রাম » কাভার্ডভ্যানের ভেতর গ্যাস সিলিন্ডার স্থাপন, গ্রেপ্তার ২
সোমবার, ৩১ অক্টোবর ২০২২



---

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যানের ভেতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহ ও বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৩১ অক্টোবর) সকালে র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মিয়াবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় কাভার্ডভ্যানসহ ৯৬টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা গ্রামের রফিক আহমদের ছেলে মির আহমদ (২৭) ও নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত অজি উল্লাহর ছেলে নুর উদ্দিন সুমন (২৯)।

র‌্যাব কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানি সরবরাহ করতেন গ্রেপ্তারকৃতরা। বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে চড়া মূল্যে গ্যাস বিক্রি করে তারা। যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায়ও তারা বেশি দামে গ্যাস বিক্রি করে।

তিনি আরও জানান, তারা সিএনজি সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘনফুট প্রচলিত বাজার দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। এভাবে অবৈধভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। মিটার ছাড়া এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৪৭   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ