দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে এফটিএ সম্পন্ন করতে আগ্রহী থাইল্যান্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে এফটিএ সম্পন্ন করতে আগ্রহী থাইল্যান্ড
রবিবার, ৩০ অক্টোবর ২০২২



---

ব্যাংকক থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যত ব্যবসা-বাণিজ্য জোরদারের লক্ষ্যে ঢাকার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করতে আগ্রহী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সফররত থাই স্থায়ী সচিব চারুয়েনসুয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. এ কে আব্দুল মোমেনের সাথে এক বৈঠককালে একথা বলেন।
থাই সচিব যত দ্রুত সম্ভব পারস্পারিক সুবিধা বিবেচনায় দু’দেশের মধ্যে জয়েন্ট কমিশন মিটিং অনুষ্ঠানের ওপরও জোর দেন।
বৈঠককালে, তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উপলক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। উভয় দেশেই উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কের এই ৫০ বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে।
ড. মোমেন বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে থাইল্যান্ডের কাছ থেকে আরো সহায়তা ও অভিজ্ঞতা কামনা করেন- এই খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি-প্রক্রিয়াকরণ খাত, স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল খাতে থাই বিনিয়োগের আহ্বান জানান। তিনি মানবিক দিক বিবেচনায় বাংলাদেশে আশ্রয় পাওয়া নিজ ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনে বিশেষত থাইল্যান্ডের এবং সার্বিকভাবে আসিয়ানের সক্রিয় ভূমিকা দেখতে চান। মোমেন বলেন, বাংলাদেশ ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়’ এই পররাষ্ট্র নীতির আলোকে তার সকল প্রতিবেশী দেশের সাথে হৃদ্যতাপূর্ণ ও বন্ধুত্ব বজায় রাখার ব্যাপারে দৃঢ়-প্রতিজ্ঞ। তিনি এই অঞ্চলে বৃহত্তর যোগাযোগ সহজিকরণের মাধ্যমে একটি শক্তিশালী ও অধিকত আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
মোমেন থাই পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রাইম মিনিস্টারকে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় আইওআরএ মিনিস্টারিয়াল বৈঠকে অংশ গ্রহণের অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২২:২০:৪৩   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ