ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে সরকার: তাজুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে সরকার: তাজুল ইসলাম
রবিবার, ৩০ অক্টোবর ২০২২



---

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ২০১৯ সাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। ২০২০ সালে সফলতা দেখাতে সক্ষম হয়েছি তুলনামূলকভাবে। ২০২২ সালে পরিস্থিতির অবনতি লক্ষ্য করছি। যদিও পাশের দেশগুলোতে পরিস্থিতি আরও খারাপ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে সরকার।

রোববার (৩০ অক্টোবর) সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধ ২০২২ সালের পঞ্চম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ডেঙ্গুতে বাংলাদেশে ২৬ অক্টোবর পর্যন্ত ৩৩ হাজার ৯৩০ জন আক্রান্ত হয়েছে। অন্য দেশগুলোর তুলনায় তা কম হলেও আমরা আরও ভালো করতে চেয়েছি। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।

তাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস যেমন বিদেশ থেকে এসেছে ডেঙ্গু তেমনি বাহনে চড়ে বাংলাদেশ চলে আসে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। তবে জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

শনিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ জনে। অন্যদিকে নতুন করে আরও ৮৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তসহ বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ৫৯৭ জন।

বাংলাদেশ সময়: ১২:১৭:১৪   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ