রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

প্রথম পাতা » কক্সবাজার » রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা
শনিবার, ২৯ অক্টোবর ২০২২



---

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে জেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে।
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম , সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি রোভার স্কাউটের সাবেক সভাপতি মো. নুরুল আবছার প্রমুখ। অনুষ্ঠানে ২ জনকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভার আগে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৪   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কক্সবাজার’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
গুলি করে রোহিঙ্গা নেতাকে হত্যা
কক্সবাজারে আওয়ামী লীগের সম্মেলন শুরু
২০২৪ সালের জানুয়ারির ১লা সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী
সমুদ্র নিরাপত্তায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ