ফিলিপিন্সে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭২

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপিন্সে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭২
শনিবার, ২৯ অক্টোবর ২০২২



---

মৌসুমি ঝড়ের প্রভাবে অব্যাহত ভারি বৃষ্টিপাতে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। বন্যার পাশাপাশি বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। খবর আল আরাবিয়া নিউজের।

ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসা মৌসুমি ঝড় নালগেইর প্রভাবে গেল কয়েক দিনের অব্যাহত ভারি বৃষ্টিপাতে প্লাবিত ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল। বন্যার পানিতে তলিয়ে গেছে মাগুইন্দানাও প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা। শুধু তাই নয়, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে মিন্দানাও অঞ্চলে। বন্যার পানি ঢুকে পড়েছে কাপিজ প্রদেশের কয়েকটি অঞ্চলে। বন্যাকবলিত এলাকায় আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছেন বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সদস্যরা। সেই সঙ্গে বন্যার্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

আবহাওয়া দফতর জানায়, মৌসুমি ঝড় নালগেই বর্তমানে ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার গতিতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে এলেও গতিপথ পরিবর্তন করে এটি শনিবার (২৯ অক্টোবর) নাগাদ উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপের দিকে অগ্রসর হবে।

এদিকে, অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলে। এখনও পানির নিচে বিস্তীর্ণ এলাকা। বন্যার পানি নামতে শুরু করায় ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। বন্যায় দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উডবার্ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘরবাড়ি ও রাস্তাঘাটের পাশাপাশি চলমান বন্যায় শহরটির অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। চলতি বছর তৃতীয়বারের মতো বন্যার ধাক্কায় টালমাটাল নিউ সাউথ ওয়েলস প্রশাসন বন্যা-পরবর্তী পুনর্গঠন ও অবকাঠামোগত উন্নয়নে এরই মধ্যে ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৪০   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ