জাম্পার পর করোনায় আক্রান্ত ওয়েড, দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলা » জাম্পার পর করোনায় আক্রান্ত ওয়েড, দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া
শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২



---

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জন্য বড় দুশ্চিন্তায় কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। সুপার টুয়েলভের শুরুতেই প্রথমে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার স্কোয়াডে থাকা একমাত্র নিয়মিত উইকেটকিপার ম্যাথু ওয়েডও করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে একাদশ সাজাতেই দুশ্চিন্তায় পড়েছে অ্যারন ফিঞ্চের দল।

শুক্রবার (২৮ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ক্রিকেট পরাশক্তি দুই দেশের হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে ওয়েডের অসুস্থতা অজিদের জন্য বড় ধাক্কা। তবে আশার কথা হচ্ছে, শারীরিক অবস্থার অবনতি না হলে কোভিড-১৯ পজিটিভ নিয়েও ম্যাচ খেলতে পারবেন ওয়েড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূত্র থেকে জানা গেছে, ওয়েডের খুব বেশি জটিলতা নেই। যদি অবস্থা খারাপ না হয়, তাহলে ইংল্যান্ডের বিপক্ষে করোনা নিয়েই খেলার কথা তার। ওয়েড এখন পর্যন্ত ভালোই আছেন।

তবে ওয়েডকে একাদশে না পেলে বড় এক সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া। কারণ, তাদের ১৫ সদস্যের স্কোয়াডে স্বীকৃত উইকেটকিপার আর কেউ নেই। বিশ্বকাপ শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন ব্যাকআপ উইকেটকিপার জশ ইংলিশ।

বিশ্বকাপ শুরুর আগেই অ্যারন ফিঞ্চ আভাস দিয়েছিলেন, দলের প্রয়োজনে ডেভিড ওয়ার্নার কিংবা মিচেল স্টার্ক উইকেটকিপিং করবেন। তাছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকেও উইকেটের পেছনে দেখা যেতে পারে।

প্রসঙ্গত, আইসিসি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে করোনায় নিয়মকানুন কিছুটা শিথিল করেছে। তাই করোনা আক্রান্ত কোনো খেলোয়াড়ের মধ্যে তীব্র উপসর্গ দেখা না দিলে এবং শারীরিক সমস্যা না থাকলে ম্যাচ খেলতে কোনো বাধা নেই। তাই মেলবোর্নে অস্ট্রেলিয়ার একাদশে ওয়েডকে দেখা যাওয়ার এখনও সম্ভাবনা আছে।

বাংলাদেশ সময়: ১৩:০১:২৩   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ