উঠছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকেই ইলিশ শিকারে ছুটবেন জেলেরা

প্রথম পাতা » চাঁদপুর » উঠছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকেই ইলিশ শিকারে ছুটবেন জেলেরা
শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২



---

ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে শুক্রবার রাত ১২টা থেকে পুনরায় ইলিশ শিকার করতে পারবেন জেলেরা। এ লক্ষ্যে উপকূলীয় জেলাগুলোতে জেলেরা জাল বুনন, ট্রলার মেরামত ও পুরাতন জাল রিপুসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছিল। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ওই সভায় সভাপতিত্ব করেন।

সভাশেষে মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নিষিদ্ধ সময়ে যারা মাছ ধরতে নামে, তারা সবাই মৎস্যজীবী নয়। তাদের নেপথ্যে অনেক ধনী ব্যক্তি থাকে, ক্ষমতাবান ব্যক্তিও থাকে। ইলিশ সম্পদ রক্ষায় অতীতের মতো এবারও এসব অসাধু ব্যক্তিকে ছাড় দেয়া হচ্ছে না। ইলিশ সম্পদ ধ্বংসকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। দিনে অভিযানের পাশাপাশি এবার রাতেও অভিযান জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা-উপজেলায় বরফ কল বন্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়।

উল্লেখ্য, ২০০৩-০৪ সাল থেকে বাংলাদেশে জাটকা রক্ষা কর্মসূচি শুরু হয়। এরপর থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে।

বাংলাদেশ সময়: ১২:৫০:৫৪   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চাঁদপুর’র আরও খবর


আজ চাঁদপুর মুক্ত দিবস
‘এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়ে ৭ লাখ আসন বেশি রয়েছে’
ঢাকার সমাবেশে ষড়যন্ত্র হলে পাল্টা জবাব দেওয়া হবে : হানিফ
উঠছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকেই ইলিশ শিকারে ছুটবেন জেলেরা

আর্কাইভ