‘বউ পিটিয়ে’ তোপের মুখে পাকিস্তানি অভিনেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বউ পিটিয়ে’ তোপের মুখে পাকিস্তানি অভিনেতা
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২



---

স্ত্রী সৈয়দ আলিজা সুলতানের সঙ্গে চলতি বছরের সেপ্টেম্বরে বিবাহবিচ্ছেদ হয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফিরোজ খানের। তাদের সুলতান খান ও ফাতিমা খান নামে দুই সন্তান রয়েছে। বর্তমানে দুই সন্তানের দায়িত্ব নিয়ে আদালতে মামলা লড়ছেন প্রাক্তন এই দম্পতি।

এরই মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুললেন আলিজা। যা নিয়ে নেটদুনিয়ায় তোপের মুখে পড়েছেন ফিরোজ খান। তার বিরুদ্ধে ‘বউ পেটানোর’ অভিযোগ উঠেছে বেশ কিছুদিন হলো। এবার সেই অভিযোগের মধ্যে আগুনে ঘি ঢালতে বেশকিছু ছবি সামনে এনেছেন আলিজা।

আলিজা সুলতানকে মারধরের প্রমাণ স্বরূপ প্রকাশ্যে এসেছে বেশ কিছু স্থিরচিত্র। তাতে দেখা যায়, আলিজার চোখে আঘাতে চিহ্ন। হাত-পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। একাধিক স্থানে রক্ত জমাট বেঁধে আছে। তা ছাড়াও ফিরোজ খানের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন আলিজা।

চার বছরের দাম্পত্য জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করে আলিজা বলেন—‘আমাদের চার বছরের দাম্পত্য জীবন ছিল বিভীষিকাময়। এই চার বছরে প্রতিনিয়ত শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হয়েছি। তা ছাড়াও আমার স্বামী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ব্ল্যাকমেইলের শিকার হয়েছি।’

আহত আলিজার ছবি ও বক্তব্য প্রকাশ্যে আসার পর ফিরোজ খানের বিরুদ্ধে ক্ষেপেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ফিরোজ একটা জানোয়ার।’ আরেকজন লিখেছেন, ‘এই জানোয়ারকে কারাগারে রাখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘নাটকের খল চরিত্রের মতো বাস্তব জীবনেও খারাপ হয়ে গেছে।’ একজন লিখেছেন, ‘এটা লজ্জার। এখনো ফিরোজ খানকে নিয়ে নির্মাতারা কাজ করছেন।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:০৬   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ