রেলস্টেশনে তরুণীকে হেনস্তা : শিলার মুক্তিতে বাধা নেই

প্রথম পাতা » আইন আদালত » রেলস্টেশনে তরুণীকে হেনস্তা : শিলার মুক্তিতে বাধা নেই
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২



---

নরসিংদী রেলওয়ে স্টেশনে অশ্লীল পোশাকের অজুহাতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় আসামি মার্জিয়া আক্তার শিলাকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

এ আদেশের ফলে শিলার মুক্তিতে কোনো বাধা নেই।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শিলার পক্ষে ছিলেন জহুরুল ইসলাম মুকুল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

জহুরুল ইসলাম মুকুল গণমাধ্যমকে বলেন, জামিন বহাল থাকায় শিলার জামিনে মুক্তিতে আর বাধা নেই।

এর আগে গত ১৬ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শিলাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে গত ২১ আগস্ট জামিন স্থগিত করা হয়।

এর আগে, গত ১৮ মে (বুধবার) ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণী জিনস ও টপস পরায় তার দুই বন্ধুসহ হেনস্তার শিকার হন।

এ সময় এক ব্যক্তি ও এক নারী অকথ্য ভাষায় গালাগাল করে পুরো দৃশ্য ভিডিও করেন; যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে (শুক্রবার) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে পুলিশের করা মামলায় মো. ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সবশেষ ৩০ মে দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি থেকে গ্রেপ্তার হন মার্জিয়া আক্তার ওরফে শিলা।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:২৫   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভের নির্মাণ কাজ শুরু
সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি বৃহস্পতিবার
জামিন পেলেন হাজী সেলিম
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে
রাজধানীর ফুটপাত বিক্রিতে জড়িতদের তালিকা চান হাইকোর্ট
কারারক্ষী পদে নিয়োগে অনিয়ম: এক মাসের মধ্যে রিপোর্ট চাইলেন হাইকোর্ট
ইউএনও ওয়াহিদাকে হত্যাচেষ্টায় রবিউলের জেল ১০ বছর
পুলিশ অর্ডিন্যান্সে সমাবেশে নিষেধাজ্ঞা দেয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আর্কাইভ