আয়াক্সকে হারিয়ে শেষ ষোলোতে লিভারপুল

প্রথম পাতা » খেলা » আয়াক্সকে হারিয়ে শেষ ষোলোতে লিভারপুল
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২



---

প্রিমিয়ার লিগে নটিংহ্যামের কাছে হারের হতাশা ভুলে, চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াল লিভারপুল। বুধবার (২৬ অক্টোবর) রাতে আয়াক্সকে ৩-০ গোলে হারিয়েছে ক্লপের দল। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলও নিশ্চিত করলো গতবারের রানার্সআপরা।

শেষ ষোল নিশ্চিত করতে এই ম্যাচে ড্র করলেই চলত লিভারপুলের। তবে ম্যাচে জিতেই লক্ষ্য পূরণ করল তারা। ম্যাচের প্রথমার্ধ থেকেই প্রিমিয়ার লিগে হারের ছাপ দেখা যায়নি লিভারপুলের খেলোয়াড়দের মাঝে। সালাহ-নুনেজরা দাপট দেখিয়েই খেলতে থাকে।

দাপট দেখিয়ে খেলতে থাকলেও, লিভারপুল গোলের উদ্দেশ্যে প্রথম শট নিতে পারে ২৯তম মিনিটে। ডি-বক্সে সালাহর ভলি প্রতিহত হয় প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে। ৩৬তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা।

তবে ৪২তম মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে জর্ডান হেন্ডারসনের পাসে বাঁ পায়ের শটে গোল করে ফলকে এগিয়ে দেন সালাহ। আসরে পাঁচ ম্যাচে মিশরের এই ফরোয়ার্ডের গোল হলো ৬টি। আগের ম্যাচে রেঞ্জার্সের বিপক্ষে দলের ৭-১ ব্যবধানের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধে প্রথম সাত মিনিটের মধ্যে আরও দুই গোল করে আয়াক্সের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ করে দেয় লিভারপুল। ৪৯তম মিনিটে রবার্টসনের কর্নারে নুনেসের হেড পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। আর ৫২তম মিনিটে সালাহর থ্রু বল বক্সে পেয়ে জোরাল শটে ওপরের কোণা দিয়ে স্কোরলাইন ৩-০ করেন এলিয়ট। বাকি সময়ে আক্রমণে আধিপত্য ধরে রাখলেও পরিষ্কার সুযোগ আর তৈরি করতে পারেনি আর কোন দলই।

এদিকে গ্রুপের আরেক দল নাপোলিও জয় পেয়েছে একই ব্যবধানে। ঘরের মাঠ স্টেডিও দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে রেঞ্জার্সকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপে শীর্ষ স্থানটা নিশ্চিত করলো স্প্যালেটির দল। নাপোলির হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন জিওভানি সিমিওনে এবং বাকি গোলটি করেছেন লিও অস্টিগার্ড।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৩৪   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ