বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা বায়ার্ন

প্রথম পাতা » খেলা » বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা বায়ার্ন
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২



---

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (২৬ অক্টোবর) রাতে প্রথম ম্যাচে ইন্টার মিলানের জয়ে বার্সেলোনার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো। ফলে বায়ার্নের বিপক্ষে বার্সার ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। সেই ম্যাচেও বায়ার্নের কাছে ৩-০ গোলে হেরেছে জাভির দল। আর এই জয়ে গ্রুপ সেরা নিশ্চিত করলো জার্মান জায়ান্টরা।

ম্যাচ শুরুর আগেই বার্সার খেলোয়াড়রা জেনে গিয়েছিলো যে এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। হয়তো সে কারণেই ম্যাচের প্রথম থেকেই ক্লান্তি নিয়ে খেলছিল তারা। আর সেই ক্লান্তির সুবিধা নিয়ে বার্সার মাঠে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ল জার্মান জায়ান্টরা।

প্রথম থেকেই বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে তেমন বিপদে ফেলতে পারছিলনা বার্সেলোনার খেলোয়াড়রা। উল্টো ম্যাচের দশ মিনিটে মানের গোলে পিছিয়ে পরে স্প্যানিশ জায়ান্টরা। ডান প্রান্ত থেকে গিন্যাব্রির পাস পেয়ে ডি-বক্সের ভিতরে ঢুকে বার্সার গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান সাবেক লিভারপুল এই খেলোয়াড়।

দ্বিতীয় গোলের জন্য ২১ মিনিট অপেক্ষা করতে হয়েছে বায়ার্নকে। ম্যাচের ৩১তম মিনিটে আবারো সেই গিন্যাব্রির পাস থেকেই গোল করেন ক্যামেরুন স্ট্রাইকার চুপো মোটিং। প্রথম হাফে এক গোল পরিশোধ করার সুযোগ পেয়েছিলো বার্সেলোনা। ডি-বক্সের ভিতরে লেভানডোভস্কিকে ফেলে দেন ডি লিট। তা রেফারি সরাসরি পেনাল্টি দিলেও পরে ভিএআরের সাহায্যে তা বাতিল করে রেফারি।

দ্বিতীয় হাফের শুরু থেকেই বার্সেলোনাকে চাপে রাখে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৫৬ মিনিটে গিন্যাব্রি গোল করলেও তা ভিএআরে বাতিল হয়। এরপর একে একে বেশ কিছু আক্রম করে দুই দলই। তবে শেষের ফিনিশিংটা খুঁজে পাচ্ছিলনা দুই দলের কোন খেলোয়াড়।

ম্যাচের ৮২ মিনিটে লেভানডোস্কিকে মাঠ থেকে উঠিয়ে নেন জাভি। যার ফলে বায়ার্নের বিপক্ষে লেভার গোল করা আক্ষেপটা রয়েই গেল। ম্যাচের একেবারে শেষ বাঁশি বাজার আগেই আরেক গোল করে বসে বায়ার্ন। যোগ করা পাঁচ মিনিটের শেষ মিনিটে পাভার্দের গোলে হতাশা আরও বাড়িয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই হারে বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে পারলনা বার্সেলোনা। পাশাপাশি ২০১৫ সালের পর এখন পর্যন্ত জার্মান জায়ান্টদের বিপক্ষে জয়টা অধরাই থাকলো তাদের।

বাংলাদেশ সময়: ১৪:২৪:৩২   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ