বাংলাদেশে চীনা ঋণের কোনো ফাঁদ নেই : রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে চীনা ঋণের কোনো ফাঁদ নেই : রাষ্ট্রদূত
বুধবার, ২৬ অক্টোবর ২০২২



---

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশে চীনের ঋণের কোনো ফাঁদ নেই। সুতরাং এটা নিয়ে কথা ওঠানো অমূলক।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ কথা বলেন।

লি জিমিং বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে অনেক অনেক ভালো। শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে চীনা ঋণ অনেক কম। বাংলাদেশে শুধু চীনই ঋণ দেয় না, অনেক দেশই ঋণ দেয়। এখানে চীনা ঋণ মাত্র ৬ শতাংশ। সুতরাং এটা নিয়ে কথা ওঠানো অমূলক।

লি জিমিং বলেন, শ্রীলঙ্কায় পশ্চিমা বাণিজ্যিক ও বহুজাতিক আন্তর্জাতিক আর্থিক সংস্থার ঋণ বেশি। সে দেশে বৈদেশিক ঋণের ১০ শতাংশের কম হলো চীনের। সম্ভবত তেমন পরিস্থিতি বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ অন্যদের চেয়ে কম।

বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে মোট বৈদেশিক ঋণের পরিমাণ জিডিপির ৩৬ শতাংশ, যা অন্য অনেক দেশের থেকে কম। এমনকি উন্নত দেশগুলোর চেয়েও। যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ ৩১ ট্রিলিয়ন মার্কিন ডলার। অথচ তাদের জিডিপি মাত্র ২৪ ট্রিলিয়ন ডলার। সুতরাং আপনার নিজেরাই পরিস্থিতি হিসেব করে দেখতে পারেন।

জাপান ও পশ্চিমা অন্য দেশগুলোর উদাহরণ টেনে লি জিমিং বলেন, যুক্তরাষ্ট্রের মতো জাপান এবং অন্যান্য পশ্চিমা দেশের ক্ষেত্রেও চিত্র এরকম।

রাষ্ট্রদূত জানান, বৈশ্বিক ঋণের ১০ শতাংশ চীনের। আর সেটার সঙ্গে তুলনা করলেও বাংলাদেশে চীনা ঋণের পরিমাণ এভারেজের চেয়ে কম।

লি জিমিং বলেন, চীনা বাজারে ৯৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্ক সুবিধা পাচ্ছে। আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা আরও বাড়বে বলে আমি আশা করছি।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:১৪   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ