অর্ধশতাধিক বছর গোসল না করা সেই ইরানি ব্যক্তি মারা গেছেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » অর্ধশতাধিক বছর গোসল না করা সেই ইরানি ব্যক্তি মারা গেছেন
বুধবার, ২৬ অক্টোবর ২০২২



---

অর্ধশতাধিক বছর ধরে গোসল না করা ইরানের সেই আমু হাজি মারা গেছেন। বিশ্বের সবচেয়ে ‘নোংরা ব্যক্তি’ হিসেবে গণমাধ্যমে উঠে এসেছিল তার নাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বুধবার (২৬) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে বসবাস করতেন আমু হাজি। পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হয়ে পড়বেন, এই ভয়ে তিনি ৫০ বছরেরও বেশি সময় গোসল করেননি। গ্রামের লোকজন বেশ কয়েকবার তাকে গোসল করানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কয়েক মাস আগে গোসল করতে রাজি জন আমু। আর গোসল করার পর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর কয়েক মাস অসুস্থ থাকার পর গত রোববার মারা যান।

তেহরান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, বছরের পর বছর গোসল না করায় আমু হাজির ত্বকে পরিবর্তন আসে, চামড়ায় পুঁজের আস্তরণ তৈরি হয়। তার পছন্দের খাবারের মধ্যে ছিল পচা মাংস ও সজারু। গোসল করার জন্য চাপ দেওয়া হলে বা পরিষ্কার পানি পান করতে বললে তিনি মন খারাপ করতেন।

আমু হাজির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। যেখানে তাকে একসঙ্গে চারটি সিগারেট টানতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪৯   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ