শেষ মুহূর্তের গোলে জয় পেল চেলসি

প্রথম পাতা » খেলা » শেষ মুহূর্তের গোলে জয় পেল চেলসি
রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২



---

গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮৯ মিনিট পর্যন্ত। মরক্কোর উইঙ্গার হাকিম জিয়াচের গোলে শনিবার (১৯ ফেব্রুয়ারি) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

ক্লাব বিশ্বকাপ জয়ের পর মাঝে এক সপ্তাহ বিরতির পর শনিবার (১৯ ফেব্রুয়ারি) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামে চেলসি। একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে এই মাঠে নামে চেলসি। প্রথমার্ধে বেশকিছু গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় জিয়াচ-লুকাকুরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় চেলসি। তবে তাতেও কোনো লাভ হচ্ছিল না। প্যালেসের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। ম্যাচে ৫৭ শতাংশ বল পজিশন ছিল চেলসির কাছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত গোলের জন্য অপেক্ষা করতে হয় টুখেলের দলকে। ৮৯ মিনিটে স্প্যানিশ লেফট ব্যাক মার্কস আলোন্সোর ক্রস থেকে হাফ ভলিতে গোল করে জিয়াচ। শেষ ৯ ম্যাচে প্যালেসের বিপক্ষে অপরাজিত থাকল চেলসি।

এই জয়ের ফলে টেবিলের তৃতীয় স্থান অক্ষুণ্ণ রাখল গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা। অপরদিকে ২৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ তম স্থানে আছে ক্রিস্টাল প্যালেস। এর আগে টটেনহ্যামের কাছে ৩-২ গোলে হেরেও টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। তাদের থেকে এক ম্যাচ এবং ৬ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

এদিকে ম্যানসিটির ইত্তেহাদে গোল-পাল্টা গোলে বারবার ম্যাচ রং বদলেছে। তবে শেষপর্যন্ত জয়ের হাসি ফুটল কন্তের শিষ্যদের মুখেই। নিজেদের মাঠেই হেরে গেল প্রিমিয়ার লীগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ম্যানসিটি বনাম টটেনহ্যাম হটস্পারের মধ্যকার শ্বাসরুদ্ধকর খেলায় ৩-২ ব্যবধানে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার্স।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৬   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ