ক্যাম্প ন্যুয়ে দেম্বেলে ঝলক, বিলবাওকে উড়িয়ে দিলো বার্সা

প্রথম পাতা » খেলা » ক্যাম্প ন্যুয়ে দেম্বেলে ঝলক, বিলবাওকে উড়িয়ে দিলো বার্সা
সোমবার, ২৪ অক্টোবর ২০২২



---

ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের সর্বশেষ ২০ ম্যচে কোনো হার নেই কাতালান ক্লাব বার্সেলোনার। এমন পরিসংখ্যান নিয়ে বিলবাওয়ের বিপক্ষে খেলতে নেমে অপরাজেয় এ যাত্রাটা অব্যাহত রেখেছে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা।

রোববার (২৪ অক্টোবর) রাতে বার্সার ফরোয়ার্ড উসমান দেম্বেলের ঝলকে সফরকারী বিলবাওকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি অন্য তিনটি গোলে সহায়তা করেছেন ফরাসি এই তারকা।

ক্যাম্প ন্যুয়ে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে বার্সেলোনা। যার ফলও হাতেনাতে পেয়ে যায় তারা। ১২তম মিনিটে বার্সেলোনাকে প্রথম লিড এনে দেন উসমান দেম্বেলে। তাকে অ্যাসিস্ট করেন রবার্ট লেভানডফস্কি।

পরের ১০ মিনিটে আরও দুই গোল করে বিলবাও শিবিরে ঝড় তুলেন জাভির দল। ১৮তম মিনিটে দেম্বেলের সহায়তায় সের্হিও রবার্তো গোল করেন। ৪ মিনিট পর স্কোরশিটে নাম লেখান লেভানডফস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে লেভার ১৮তম গোলটিতে সহায়তা করেছেন দেম্বেলে।

দ্বিতীয়ার্ধে গোলে সহায়তার হ্যাটট্রিক করেন বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক ফরোয়ার্ড। ৭৩ মিনিটে সহজেই বল জালে জড়ান বদলি হিসেবে নামা তোরেস। দেম্বেলের রক্ষণচেরা এক পাসে বল পেয়েই জালে জড়ান তিনি।

এই জয়ের পর লা লিগায় ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলেনা। সমান ম্যাচে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩১।

বাংলাদেশ সময়: ১২:১২:৫৪   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ