ভোলা থেকে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকায় আনা হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলা থেকে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকায় আনা হবে
রবিবার, ২৩ অক্টোবর ২০২২



---

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, ২ থেকে ৩ মাসের মধ্যে ভোলা থেকে সিএনজি আকারে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকায় আনা হবে।

রোববার (২৩ অক্টোবর) চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় ‍তিনি বলেন, ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কয়লা থেকে পাওয়া যাবে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, সংকটে যা করার দরকার সরকার তাই করবে; সাহস রাখেন। প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করব না।

সেমিনারে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা বলেন, জ্বালানি সংকটে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ছে।

৪০ থেকে ৬০ শতাংশ উৎপাদন কমে গেছে উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেন, বিদ্যুৎ-জ্বালানিকে কাঁচামাল হিসেবে বিবেচনা না করলে দেশের অর্থনীতি মন্দার মুখে পড়বে।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বৃহৎ অর্থনীতির স্বার্থে অন্য খাতে রেশনিং করে হলেও শিল্প খাতকে প্রাধান্য দিতে হবে। ইউক্রেন যুদ্ধ আরও এক বছর চলবে, তা ধরে নিয়েই কর্মকৌশল সাজাতে হবে।

এ সময় বেশি দাম দিয়ে হলেও স্পট মার্কেট থেকে এলএনজি কেনার পরামর্শ দেন ব্যবসায়ীরা।

তবে জ্বালানি উপদেষ্টা বলেন, রিজার্ভের অবস্থা ও অনিশ্চিত বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় স্পট মার্কেট থেকে এলএনজি কেনা ঝুঁকিপূর্ণ। আমরা কিছু কিছু উৎস থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল ও এলএনজি প্রস্তাব পাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৯   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ