সিরি-এ: এম্পোলিকে ৪-০ গোলে উড়িয়ে দিল জুভেন্টাস

প্রথম পাতা » খেলা » সিরি-এ: এম্পোলিকে ৪-০ গোলে উড়িয়ে দিল জুভেন্টাস
শনিবার, ২২ অক্টোবর ২০২২



--- শুক্রবার সিরি-এ লিগে এম্পোলির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেছে জুভেন্টাস। এর মাধ্যমে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে কিছুটা হলেও আত্মবিশ্বাস অর্জণ করেছে তুরিনের জায়ান্টরা। এই ম্যাচে ইউরোপীয়ান আসর থেকে জুভেন্টাস বিদায়ের শঙ্কায় রয়েছে।
মোয়েস কিন ও ওয়েস্টন ম্যাককিনির দুই অর্ধেও দুই গোল ছাড়াও আদ্রিয়েন রাবোয়িতের শেষ ভাগের জোড়া গোলে জুভেন্টাস ইতালিয়ান লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে। এই প্রথমবারের মত এবারের মৌসুমে সিরি-এ লিগে পরপর দুই ম্যাচে জয় তুলে নিল মাসিমিলিয়ানো আলেগ্রির দল। এই জয়ে জুভেন্টাস টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে। লিগ টেবিলের শীর্ষে থাকা সাপোলির তুলনায় তাদের পয়েন্টের ব্যবধান ৭। চতুর্থ স্থানে থাকা রোমার থেকে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে।
কেনের ৮ মিনিটের গোলে ঘরের মাঠে লিড পায় জুভেন্টাস। ফিলিপ কোস্টিকের ক্রস থেকে কিন মৌসুমের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ইন-ফর্ম ফরোয়ার্ড আরকাডিয়াজ মিলিকের পরিবর্তে মূল একাদশে খেলানোর আলেগ্রির সিদ্ধান্তের প্রতিদান দিয়েছেন এই ইতালিয়ান স্ট্রাইকার। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ম্যাককিনি। ২২ বছর বয়সী কিন কোস্টিকের আরো একটি ক্রস থেকে বল জালে জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারনে গোলটি বাতিল হয়ে যায়। ৮২ মিনিটে হুয়ান কুয়াড্রাডোর কর্ণার থেকে হেডের সাহায্যে রাবোয়িত দলের হয়ে তৃতীয় গোলটি করেন। স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে ফরাসি এই মিডফিল্ডার জুভেন্টাসতে বড় জয় উপহার দেন।
মৌসুমের চতুর্থ পরাজয়ে ১১ ম্যাচ পর ১১ পয়েন্ট টেবিলের একাদশতম স্থানে রয়েছে এম্পোলি।
এই মাচটি লিসবনে বেনফিকার বিপক্ষে ম্যাচের আগে জুভেন্টাসের জন্য একটি প্রস্তুতি ম্যাচ ছিল। গ্রুপ-এইচ’এ শীর্ষ দুই দল পিএসজি ও বেনফিকার থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে। বাকি থাকা দুটি ম্যাচে জিততে না পারলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্টাসের বিদায় নিশ্চিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:১৫   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ