পোনা শিকার বন্ধের অভিযানে হামলা, ১৬০ জেলের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পোনা শিকার বন্ধের অভিযানে হামলা, ১৬০ জেলের বিরুদ্ধে মামলা
রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২



---

বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকায় বলেশ্বর নদীত অবৈধ পোনা মাছ ধরা বন্ধের অভিযানে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পাথরঘাটা থানায় মামলাটি দায়ের করেন পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

এর আগে শনিবার বিকেলে পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে হামলা চালায় জেলেরা। এতে আহত হন পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুসহ আটজন।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আমার অভিযানে হঠাৎ কয়েকশ’ জেলে ও তাদের পরিবারের সদস্যরা হামলা চালায়। এতে আমাদের সঙ্গে থাকা লোকজনের মধ্যে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, জেলেদের শান্ত করার পাশাপাশি প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতি এড়াতে আমরা পিছু হটলেও জেলেরা আমাদের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে তারা আমাদের ওপর অতর্কিত আক্রমণ করে। এ ঘটনার পরও অবৈধ পোনা শিকারিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাথরঘাটা থানার পরিদর্শক সঞ্জয় মজুমদার বলেন, এ ঘটনায় মামলা মৎস্য বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাই পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৮   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ