ফেনীতে ৯ মাসে ৮৫৮ জনের বিষপান, ৯২ জনের আত্মহত্যা

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে ৯ মাসে ৮৫৮ জনের বিষপান, ৯২ জনের আত্মহত্যা
শনিবার, ২২ অক্টোবর ২০২২



---

ভার্চুয়াল দুনিয়া, বন্ধুত্ব আর নানামুখী সম্পর্কে গা ভাসাচ্ছে ফেনীর তরুণ-তরুণীরা। এর পরিণতিতে ডেকে আনছে আত্মহননের পথ। এতে উদ্বেগজনকহারে বেড়েই চলেছে আত্মহত্যার প্রবণতা। জেলায় গড়ে মাসে আত্মঘাতী হচ্ছেন ১০ জন মানুষ। নিয়ন্ত্রণে নেই কাঙ্ক্ষিত মানসিক চিকিৎসাসেবা। বেসরকারি উদ্যোগে হাতেগোনা দু-একটি প্রতিষ্ঠান মানসিক চিকিৎসাসেবা দিলেও সরকারি কোনো চিকিৎসক নেই।

পুলিশের দেয়া তথ্যমতে, গত ৯ মাসে জেলায় আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে ৯২টি। তার মধ্যে ফেনী সদর উপজেলাতেই ৩৮ জন। এসব ঘটনায় ৭৫ জন গলায় ফাঁস ও ১৭ জন বিষপান করে আত্মহত্যা করেছেন। এদের বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২৮-এর মধ্যে। তদন্তে আত্মহননের পেছনে সম্পর্ক বিচ্ছেদ, পারিবারিক হাইপার টেনশন, অনলাইনে মাত্রাতিরিক্ত আসক্তির গল্পটাই বেশি।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা বলেন, ছোটবেলা থেকেই পরিবারেই শিক্ষা দিতে হবে যে তুমি যা চাইছো যা পাচ্ছো এখন, ভবিষ্যতে সেটা নাও পেতে পারো। ব্রেনওয়াশ করে যদি কাউকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা যায়, তাহলে কেনো ব্রেনওয়াশ করে কাউকে ইতিবাচক কাজে ফেরানো যাবে না।

জেলার একমাত্র ১০ শয্যার বেসরকারি সাইকিয়াট্রিক হাসপাতালে প্রতি মাসে গড়ে মানসিক চিকিৎসাসেবা নিচ্ছেন ৫০০ থেকে ৬০০ রোগী। এ জনপদে নেই কোনো মনোবিদ। নেই কাউন্সিলিংয়ের সুযোগও। জেলায় ৮ থেকে ১০ জন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন ক্লিনিকে সপ্তাহের বিভিন্ন দিন সেবা দেন, যা চাহিদার অপ্রতুল।

ফেনী সাইকিয়াট্রিক হাসপাতালের চেয়ারম্যান ডা. তবারক উল্লাহ বায়েজিদ বলেন, জেলা লেভেলে যে ন্যূনতম স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যের যে অংশটা সেখানে রাষ্ট্রের কন্ট্রিবিউশন একেবারে জিরো পর্যায়ে আছে।

আত্মহত্যা নিয়ন্ত্রণে কাউন্সিলিং সেন্টার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন ফেনী জেলা সিভিল সার্জন রফিক উস্ ছালেহীন। তিনি বলেন, কাউন্সিলিংয়ের জন্য বিভিন্ন পর্যায়ে যদি বিভিন্ন সেন্টার খোলা যায় তবে মানসিক বিভিন্ন রোগের পাশাপাশি কিশোর-কিশোরী বা অন্যান্য বয়সের যাদের আত্মহত্যার প্রবণতা রয়েছে সেগুলো কমিয়ে আনা সম্ভব হবে।

ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তথ্যমতে, গত ৯ মাসে ৪৪২ জন নারী ও ৪১৬ জন পুরুষ বিষপানের রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৮:৩৪   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে
গুলি করে রোহিঙ্গা নেতাকে হত্যা
কক্সবাজারে আওয়ামী লীগের সম্মেলন শুরু
বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক ফলপ্রসূ হয়েছে
২০২৪ সালের জানুয়ারির ১লা সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ