টেকনাফে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ১

প্রথম পাতা » চট্রগ্রাম » টেকনাফে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ১
রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২



---

কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলীর গহিন অরণ্যে অভিযান চালিয়ে ৬টি অস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজসহ খায়রুল আমিন (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতার ব্যক্তি ‘ডাকাত খায়রুল আমিন গ্রুপের’ প্রধান। খায়রুল উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প-১-এর মৃত মোস্তাফিজের ছেলে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন জানান, টেকনাফের কেরুনতলী এলাকায় খায়রুল আমিন ডাকাত গ্রুপ এক আতঙ্কের নাম। দীর্ঘদিন তারা খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি ও ইয়াবা ব্যবসা করে আসছে। ওই তথ্যের ভিত্তিতে তাকে ধরতে ২-৩ মাস ধরে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এর ধারাবাহিকতায় র‌্যাব জানতে পারে, শনিবার রাতে ডাকাত গ্রুপের প্রধান খায়রুল টেকনাফ কাস্টম ঘাট এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তার কাছে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, একদল ডাকাত কেরুনতলীর গহিন অরণ্যে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। পরে রোববার রাত সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালালে কতিপয় ডাকাত একটি বস্তা ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। বস্তার ভেতর তিনটি একনলা বন্দুক, দুটি থ্রি-কোয়ার্টারগান ও ৬ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। গ্রেফতার খায়রুল স্বীকার করেছে, এসব অস্ত্র ও গোলাবারুদ নাশকতা এবং ডাকাতি করার উদ্দেশ্যে মজুত করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার খায়রুলকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যান্য অপরাধীকেও ধরতে তৎপরতা অব্যাহত রেখেছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১০   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ