প্রশিক্ষণ পাহাড়ে, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আঁতাত ওদের

প্রথম পাতা » চট্রগ্রাম » প্রশিক্ষণ পাহাড়ে, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আঁতাত ওদের
শুক্রবার, ২১ অক্টোবর ২০২২



---

২০১৬ সালের ১ জুলাই। সন্ধ্যার সময় খবর আসে গুলশানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হচ্ছে। জানা গেল, হলি আর্টিজান রেস্তোরাঁয় সশস্ত্র হামলাকারী ঢুকে বেশ কজনকে জিম্মিও করেছে। পরে জানা গেল, জিম্মি তালিকায় আছে ওই রেস্তোরাঁয় থাকা বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজন। একপর্যায়ে জানা যায়, গুলশান ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়েছে।

সেদিনের জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক নিহত হন। গুলশান হামলা বাংলাদেশের ইতিহাসে জঙ্গি হামলার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করে। যার সঙ্গে সম্ভবত দেশের কেউ আগে পরিচিত ছিলেন না।

সরকার জঙ্গি নির্মূলে ব্যাপক তৎপরতা চালিয়ে আসছে। ভাড়াটিয়াদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা এবং জঙ্গি সন্দেহে দেশের বিভিন্ন স্থানে অভিযানও চলছে। গেল দুই বছরে দেশে বড় কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রায়ই বলা হয় জঙ্গিদের এখন আর কোনো সক্ষমতা নেই।

হঠাৎ করেই আবারও আলোচনায় জঙ্গিবাদ। কুমিল্লা থেকে একসঙ্গে আট তরুণের নিখোঁজ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। শুরু থেকেই সন্দেহ করা হয় ঘরছাড়া তরুণরা নিশ্চয়ই কোনো জঙ্গি মতাদর্শে অনুপ্রাণিত হয়েছে।

বাড়তে থাকে নিখোঁজের তালিকা। শুধু কুমিল্লা থেকে নয়, দেশের ১৯ জেলা থেকে ৫৫ জন নিখোঁজের তালিকা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিখোঁজ তরুণদের খোঁজে বেরিয়ে পুলিশের এলিট ফোর্স র‌্যাব নতুন একটি জঙ্গি সংগঠনের তথ্য পায়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয় কুমিল্লা থেকে নিরুদ্দেশ হওয়া তরুণরা জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে নতুন একটি জঙ্গি সংগঠনের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ঘর ছেড়েছে।

গেল ৬ অক্টোবর বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ সাতজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারের পর র‌্যাব জানায় অন্য জঙ্গি সংগঠনের মতো এরাও কাট আউট পদ্ধতিতে নিজেদের মধ্যে যোগাযোগ করে যাচ্ছিলেন। দেশে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা ও সদস্যদের নিয়ে ২০১৭ সালে এই জঙ্গি সংগঠনের কার্যক্রম শুরু হয় বলে জানায় র‌্যাব।

বাহিনীর ভাষ্য, ২০১৯ সালে এ সংগঠনের নাম দেয়া হয় ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ বা পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার।

১০ অক্টোবর নিখোঁজ হওয়া আরও কয়েকজনকে গ্রেফতারের পর র‌্যাব জানায়, পার্বত্য এলাকায় নতুন এই জঙ্গি সংগঠন একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে। পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবিরোধী সমন্বিত অভিযানে নামে।

বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাত সদস্য ও পাহাড়ি একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের তিনজনকে গ্রেফতারের তথ্য জানায় র‌্যাব। তাদের কাছে থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

জামাতুল আনসার ফিল হিন্দাল শ্বারকীয়ার সাংগঠনিক কাঠামো সম্পর্কেও জানতে পারে র‌্যাব। উগ্রবাদী এই সংগঠনটির আমির মোহাম্মদ আনিসুর রহমান ওরফে মাহমুদ। দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুন। মাসকুর রহমান সামরিক শাখার প্রধান। মারুফ আহমেদ সহকারি সামরিক প্রধান। মোশাররফ হোসেন অর্থ ও গণমাধ্যম শাখার প্রধান। প্রধান উপদেষ্টা ও প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধায়ক শামীম মাহফুজ এবং আলেম বিভাগের প্রধানের নাম জানাতে পারেনি র‌্যাব। এই ব্যক্তিকে ভোলার শায়েখ হিসেবে পরিচয় দেয়া হয়েছে।
র‌্যাব আরও জানায়, কেএনফ বা কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট নামক সশস্ত্র সংগঠনের প্রতিষ্ঠাতা নাথাং বমের সঙ্গে নতুন জঙ্গি সংগঠনের আমিরের ২০২৩ সাল পর্যন্ত একটি প্রশিক্ষণ চুক্তি হয়। চুক্তি অনুয়ায়ী প্রতি মাসে তিন লাখ টাকা এবং কেএনএফ সদস্যদের খাবার খরচ বহন করার দায়িত্বও শ্বারকীয়ার।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৪   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ