বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব সম্পর্ক আরও গভীর হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব সম্পর্ক আরও গভীর হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ২১ অক্টোবর ২০২২



---

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,বাংলাবান্ধা সীমান্তে নবনির্মিত জয়েন্ট রিট্রিট প্যারেড দর্শক গ্যালারির মাধ্যমে ভারত আর বাংলাদেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্কের স্বাক্ষর হলো। আমরা মনে করি দুদেশের মধ্যে বন্ধুত্ব অটুট থাকবে, সম্পর্ক আরও গভীর হবে। আশাকরি আমরা একসঙ্গে চলবো, এক সঙ্গে উন্নয়নের গান গাইবো।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাবান্ধা জিরোপয়েন্টে নবনির্মিত দর্শক গ্যালারি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত অকৃত্রিম বন্ধু হিসেবে আমাদের সহযোগিতা করেছে। মুক্তিযুদ্ধের সময় ব্যক্তিগতভাবে আমি ভারতীয় বিএসএফের কাছে অনেক সহযোগিতা পেয়েছি। এ সময় গণমাধ্যমকর্মীরা বাংলাবান্ধা ইমিগ্রেশনে দীর্ঘদিন ধরে নতুন ভিসা দেওয়া বন্ধ থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি শিগগিরই আলোচনার মধ্যে সুরাহা করা হবে।

দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুপ্রতিম ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে বিজিবি-বিএসএফ কন্টিনজেন্ট এই প্যারেড প্রদর্শনের আয়োজন করে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য (এমপি) মজাহারুল হক প্রধান, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং, বিজিবির উত্তর পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট উপস্থিত ছিলেন। এর আগে দুপুর আড়াইটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে করে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখানে বিজিবি কর্মকর্তা ও থানা পুলিশ বিশেষ সম্মান প্রদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসার খবরে হেলিকপ্টার দেখতে সীমান্তবর্তী উপজেলাটির বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৪   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ