বাংলাদেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে : শাহরিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে : শাহরিয়ার
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২



---

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান বাংলাদেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি প্রধান অতিথি হিসেবে জেলার চারঘাট উপজেলার কালুহাটি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে বলেন, বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের আমদানি-নির্ভরতা সবচেয়ে কম। প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর অর্থনীতি চাপের মধ্যে আছে। অন্যদিকে আইএমএফ বলছে, চলতি বছরে বাংলাদেশের জিডিপি হবে ৬ শতাংশ।
শিক্ষা খাতের উন্নয়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, জাতিকে এগিয়ে নিতে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে, এর বিকল্প নেই। তাই বর্তমান সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শাহরিয়ার আলম এসময়ে বলেন, টানা ১৪ বছর শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতায় দেশ সব উন্নয়ন খাতে অসামান্য সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ সংশ্লিষ্ট সমস্যা নিয়ে তার কাছে কারও আসার দরকার নেই এবং অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সুযোগ-সুবিধা পাওয়ায় স্কুল ভবন নির্মাণের আবেদন অর্ধেকে নেমে এসেছে।
প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানকে জ্ঞান অর্জনের সর্বোত্তম স্থানে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যোগ্যভাবে পরিচালনার কোনো বিকল্প নেই। দক্ষ ও যোগ্য শিক্ষকের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হলে শহর ও গ্রামাঞ্চলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৪১:০৯   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ