বিজিবির কাছে হেরে গেছে বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজিবির কাছে হেরে গেছে বিএসএফ
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২



---

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন এবং বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিব-বিএসএফ এর মধ্যে পরস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মৈত্রী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজিবি বিএসএফকে ২-০ সেটে পরাজিত করে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে লালমিনরহাটের বুড়িমারী কাস্টমস মাঠে বিএসএফ জলপাইগুড়ি সেক্টর এবং বিজিবি রংপুর সেক্টরের মধ্যে এ মৈত্রী ভলিবল অনুষ্ঠিত হয়। সকাল থেকেই লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্তে কাস্টমস মাঠ ছিল সাজ সাজ রব। একদিকে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ, অপরপক্ষে বাংলাদেশের বিজিবি। দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। মাঠের চার দিকে কানায় কানায় ভরে ছিলো বিভিন্ন দর্শক। এসময় জড়ো হওয়া দর্শকদের ‘বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মাঠ।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হন। খেলা শেষে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা করা হয়। খেলা ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারতের জলপাইগুড়ি সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বিজয় মেহেতা। বক্তব্যে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বিজয় মেহেতা বলেন- ‘ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপযাপনে বাংলাদেশের বিজিবির মৈত্রী ভলিবল খেলার এ আয়োজনে আমরা গর্বিত। খেলায় জয়-পরাজয় থাকবে। এই খেলা আমাদের উভয় দেশের বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্পর্কের উন্নতিতে ভূমিকা রাখবে।’

রংপুর সেক্টর কমান্ডার কর্নেল ইয়াছির জাহান হোসেন বলেন, ‘ভারত আমাদের অন্যতম বন্ধু দেশ। আমাদের মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান। যে কোনো সমস্যা আমরা আলোচনা করে সমাধান করতে পারি।’এ সময় ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম, ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএফএম আজমল হোসেন খান, তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক মোহাম্মদ সুরুজ মিয়া, পরিচালক সৈয়দ সালাউদ্দিন, রংপুর রিজিয়ন সদর দপ্তরের উপ অধিনায়ক আশরাফুজ্জামান, তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)- এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:১৮   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ