এক ঘণ্টার প্রতীকী পৌরমেয়র হলেন কলেজ ছাত্রী নাইমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক ঘণ্টার প্রতীকী পৌরমেয়র হলেন কলেজ ছাত্রী নাইমা
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২



---

একজন কন্যা শিশু, কিশোরী অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করবে এমন ধারণা থেকে জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে গার্লস টেকওভার কর্মসূচির আওতায় যুব নারীদের দায়িত্ব পালন ও নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এবং প্লান ইন্টারন্যাশনাল এর আয়োজনে পঞ্চগড় পৌরসভার এক ঘণ্টার প্রতীকী মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন নুসরাত জাহান নাইমা নামে এক কলেজছাত্রী।

বুধবার (১৯ অক্টোবর) বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পঞ্চগড় পৌরসভায় প্রতীকী মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন নাইমা। এ সময় প্রতীকী মেয়রকে পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন ফুল দিয়ে বরন করার পর মেয়রের চেয়ারে বসিয়ে দেন। এসময় মেয়রের চেয়ারে প্রতীকী মেয়র নাইমা এবং তার পাশে পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বসে নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নানা সমস্যা ও সম্ভাবনা, নারী নেতৃত্বের বিকাশ ও জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে আলোচনা করা হয়। পরে এক ঘণ্টার জন্য প্রতীকি মেয়র হিসেবে দ্বায়িত্ব পালনকালে পৌরসভার নানা কাজ দেখাশোনা ও বিভিন্ন কাগজপত্রে প্রতীকি সাক্ষর করে।

নাইমার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায়। সে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের মেয়ে। নাইমা ঢাকা ইমপেরিয়াল কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। উল্লেখ্য, ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং প্লান ইন্টারন্যাশনাল বৈশ্বিক কার্যক্রমের অংশ হিসেবে গার্লস টেকওভার কর্মসূচির আওতায় প্রতি বছর কন্যা শিশু দিবস উপলক্ষে কিশোরী ও যুব নারীদের প্রতীকী মেয়র হিসেবে দায়িত্ব পালনের উদ্যোগ গ্রহণ করে তাদের নারী নেতৃত্বের বিকাশ দানের সুযোগ ও নিজেদের দক্ষ করে তোলার চেষ্টা করে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:১৯   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ