শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

প্রথম পাতা » কুড়িগ্রাম » শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রিকশাচালক গ্রেফতার
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২



---

কুড়িগ্রামের চিলমারীতে সাড়ে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

এরপর বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতার রাজ্জাককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চিলমারীর ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রাজ্জাক খেরুয়ারচর গ্রামের মৃত শুক্কুরের ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের বাবা এবং ঢাকায় রিকশা চালানোর কাজ করেন। কিছুদিন আগে বাড়িতে এসেছেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, বুধবার সকালে মেয়েকে বাড়িতে রেখে গরুর জন্য ঘাস আনতে যান। এ সময় রাজ্জাক তার বাড়িতে এসে অন্য কেউ না সুযোগে শিশুকে ধর্ষণ করে। এসময় প্রতিবেশি এক শিশু তাদের বাড়িতে এসে ঘটনা দেখে ফেললে রাজ্জাক দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশি শিশুটির মাধ্যমে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে তিনি সত্যতা পান। পরে অবস্থা বেগতিক দেখে বিকেলে রাজ্জাক পালানোর জন্য নৌকা ঘাটে গেলে সেখানে তাকে আটক করে থানায় খবর দেন স্থানীয়রা।

ভুক্তভোগীর মা আরও বলেন, ‘রাজ্জাক গ্রামবাসী সম্পর্কে তার মেয়ের জ্যাঠা হন। তার বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে পুত্রবধূদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এজন্য তার ছেলের দুই স্ত্রী সংসার ছেড়ে চলে গেছে।’ তার কঠিন শাস্তি চান তিনি।

নয়ারহাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রবিউল হাসান নিরাশ বলেন, ‘অভিযোগের পর শিশুটির মা যাচাই করে ঘটনার সত্যতা পায়। রাজ্জাক গ্রাম থেকে পালানোর চেষ্টা করছিল। পরে তাকে খেয়াঘাট থেকে আটক করা হয়। তবে সে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে।’

ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিকে আজ সকালে আদালতে তোলা হলে আদালতে তাকে জেল হাজতে পাঠায়। গত রাতে নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:০৬   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কুড়িগ্রাম’র আরও খবর


কম খরচে বেশি লাভ সরিষার আবাদে
কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

আর্কাইভ